কক্সবাজারের উখিয়া-রামু সীমানায় মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৬০ লাখ টাকার বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩০-বিজিবি)।
শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় এক অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন টেকনাফ উপজেলার নয়াপাড়া রইক্ষং এলাকার জাফর আলমের ছেলে সিএনজি চালক গিয়াস উদ্দিন (২৬) এবং সৈয়দ হোসেনের ছেলে জাগির (২০)।
বিজিবি সূত্র জানায়, কুতুপালং থেকে কক্সবাজারগামী একটি সিএনজি অটোরিকশাকে চেকপোস্টে থামিয়ে তল্লাশি চালানো হয়। প্রথমে চালক ও যাত্রী মাদক বহনের বিষয়টি অস্বীকার করে। পরে অটোরিকশার সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৬০ লাখ টাকা।
রামু ব্যাটালিয়নের ৩০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, মাদক চোরাচালান প্রতিরোধে আমাদের টহল ও গোয়েন্দা তৎপরতা এবং চেকপোস্টে আরও জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।