জুলাই গণঅভ্যুত্থানে নিহত মহেশখালীর শহীদ তানভীর সিদ্দিকীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘মুক্তি’।
শনিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা হেদায়েত উল্ল্যাহসহ সংস্থাটির প্রতিনিধিদল শহীদ তানভীরের পরিবারের হাতে আর্থিক এ সহায়তা তুলে দেন।
এ সময় উপজেলা প্রকৌশলী বনি আমিন জনি ও শহীদ তানভীরের পিতা বাদশা মিয়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।