হোম > সারা দেশ > চট্টগ্রাম

উখিয়ায় পরীক্ষা দিতে পারলেন না ১৩ শিক্ষার্থী, রাস্তা অবরোধ

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়ায় এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পেয়ে মরিচ্যা হলদিয়াপালং আদর্শ বিদ্যানিকেতনের ১৩ পরীক্ষার্থী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে প্রবেশপত্র দেয়ার কথা ছিল তাদের। সকালে বিদ্যালয়ে এসে তারা দেখেন গেটে তালা। তখন কান্নায় ভেঙে পড়েন এসব পরীক্ষার্থী।

১৩ শিক্ষার্থী যথাসময়ে তাদের রেজিস্ট্রেশন ফি এবং ফরম পূরণের টাকা পরিশোধ করলেও অদৃশ্য কারণে ফরম ফিলাপ হয়নি। ফলে এসএসসি পরীক্ষা দিতে না পেরে রাস্তা অবরোধ করেন তারা।

ভুক্তভোগী এক শিক্ষার্থীর অভিভাবক নুর আলম বলেন, 'আমার মেয়ের ফরম পূরণের টাকাও দিয়েছি। সকালে প্রবেশপত্র দেয়ার কথা। এখানে এসে দেখি বিদ্যালয়ে তালা। প্রধান শিক্ষকসহ সবাই পলাতক।’

উপজেলা অ্যাকাডেমি সুপারভাইজার বদরুল আলম জানান, ১৩ শিক্ষার্থী পরীক্ষা দিতে না পারার বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। তাদের একজনেরও ফরম ফিলাপ হয়নি। আমরা চেষ্টা করছি পরীক্ষা নেয়ার।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী জানান, উখিয়ার মরিচ্যা হলদিয়াপালং আদর্শ বিদ্যানিকেতনের ১৩ জন শিক্ষার্থী প্রবেশপত্র না পেয়ে পরীক্ষা দিতে পারছেন না, এমন অভিযোগ পেয়েছি। বিদ্যালয় কর্তৃপক্ষ আমার সঙ্গে যোগাযোগ করেন পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে। পরে আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারি তারা বোর্ডের ফরমও পূরণ করেনি।

তিনি আরও বলেন, ব্যাঙের ছাতার মতো গড়া এসব প্রতিষ্ঠানের কারণে শিক্ষার্থীদের জীবন নষ্ট হচ্ছে। অভিভাবকরা লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেবো।

দেশে পাথর মেরে মানুষ হত্যার রাজনীতি আর চলবে না

গণতন্ত্রের প্রশ্নে খালেদা জিয়া কখনো আপস করেননি: সালাহউদ্দিন আহমেদ

২১ লাখ টাকার ভারতীয় সিগারেটসহ আটক ৪

বাংলাদেশে আর খুন-গুমের রাজনীতি চলবে না: শিবির সভাপতি

যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৩

জনগণের দুঃখ-কষ্ট দূর করতে কাজ করতে চাই: শাহজাহান

পদোন্নতি হচ্ছে না ৩২ হাজার শিক্ষকের, কারণ জানালেন প্রাথ‌মিক ও গণ‌শিক্ষা উপ‌দেষ্টা

লক্ষ্মীপুরে পুলিশের যৌথ অভিযানে ৬ অস্ত্র উদ্ধার

হাত উঁচিয়ে জামায়াত প্রার্থীর প্রচারণায় বিএনপি প্রার্থীর ভাই

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা