হোম > সারা দেশ > চট্টগ্রাম

খাগড়াছড়িতে সেনাবাহিনীর গাড়িতে হামলা-ভাঙচুর

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

খাগড়াছড়িতে মারমা স্কুলছাত্রীকে ধর্ষণের বিচার দাবিতে এবং পাহাড়ে জুম্ম নারী নিপীড়নের বিরুদ্ধে বিক্ষোভ মহাসমাবেশ করেছে জুম্ম ছাত্র-জনতা। এ সময় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন তারা। বিক্ষোভকারীরা সেনাবাহিনীর একটি টহল গাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।

শুক্রবার বেলা ১১টায় সংগঠনটির আয়োজনে খাগড়াছড়ি সরকারি কলেজে বিক্ষোভকারীরা জমায়েত হন। পরে মিছি়ল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চেঙ্গি স্কোয়ারে গিয়ে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় বক্তব্য রাখেন জুম্ম ছাত্র-জনতার প্রতিনিধি কৃপায়ন ত্রিপুরা, কবিতা চাকমা, আকাশ ত্রিপুরা, উক্যনু মারমা।

এ সময় বক্তারা বলেন, পাহাড়ে নারী ধর্ষণের বিচার না হওয়ার কারণে অপরাধীরা বারবার পার পেয়ে যায়। যার কারণে একই ঘটনা বারবার ঘটতে থাকে। তারা ধর্ষকদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে অষ্টম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভিকটিমের বাবা অজ্ঞাত তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা দায়ের করেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানান, এ ঘটনায় সেনাবাহিনীর সহযোগিতায় শয়ন শীল নামে একজনকে আটক করা হয়। সন্দেহভাজন অভিযুক্ত যুবককে ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক।

গত বৃহস্পতিবার ধর্ষণের প্রতিবাদ ও অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে আধাবেলা সড়ক অবরোধ করে জুম্ম ছাত্র-জনতা।

দেশে পাথর মেরে মানুষ হত্যার রাজনীতি আর চলবে না

গণতন্ত্রের প্রশ্নে খালেদা জিয়া কখনো আপস করেননি: সালাহউদ্দিন আহমেদ

২১ লাখ টাকার ভারতীয় সিগারেটসহ আটক ৪

বাংলাদেশে আর খুন-গুমের রাজনীতি চলবে না: শিবির সভাপতি

যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৩

জনগণের দুঃখ-কষ্ট দূর করতে কাজ করতে চাই: শাহজাহান

পদোন্নতি হচ্ছে না ৩২ হাজার শিক্ষকের, কারণ জানালেন প্রাথ‌মিক ও গণ‌শিক্ষা উপ‌দেষ্টা

লক্ষ্মীপুরে পুলিশের যৌথ অভিযানে ৬ অস্ত্র উদ্ধার

হাত উঁচিয়ে জামায়াত প্রার্থীর প্রচারণায় বিএনপি প্রার্থীর ভাই

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা