হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিরসরাইয়ে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল, সাতজনের বৈধ

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে মনোনয়নপত্র জমা দেওয়া ১০ জন প্রার্থীর মধ্যে যাচাই-বাছাইয়ে তিনজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। শুক্রবার প্রার্থিতা যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে।

যাচাই-বাছইয়ে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ছাইফুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফেরদৌস আহমদ চৌধুরী, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত প্রার্থী রেজাউল করিম, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সৈয়দ শাহাদাৎ হোসেন, মুসলিম লীগ প্রার্থী শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাসদ (আসম আ. রব) মনোনীত প্রার্থী এ কে এম আবু ইউসুফের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

দলীয় মনোনয়ন না থাকায় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আশরাফ সিদ্দিকীর ১% ভোটারের স্বাক্ষরসংক্রান্ত তথ্য মিথ্যা প্রমাণিত হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া তথ্য ও নথিগত ঘাটতি থাকায় জাতীয় পার্টির পক্ষে দাখিলকৃত এরশাদ উল্লার মনোনয়ন বাতিল করা হয়েছে।

মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সোমাইয়া আক্তার বলেন, শুক্রবার যাচাইয়ে ১০ জনের মধ্যে সাতজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। প্রয়োজনীয় ডকুমেন্টস না থাকায় তিন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

তিনি আরো বলেন, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আগামী চার কার্যদিবসের মধ্যে আপিল করতে পারবেন।

এসআই

আগামী নির্বাচনে জনগণের আকাঙ্খা পূরণ হবে: ডাঃ তাহের

ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২

বিএনপি প্রার্থী রেদোয়ানের ৫৫ কোটি টাকার সম্পদ, স্ত্রীর ২৭ কোটি

স্ত্রী ও সন্তান হারানো সাংবাদিক আনছার হোসেনের বাড়িতে সালাহউদ্দিন আহমদ

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর জনস্বার্থে ওসি বদলি

কুমিল্লার ৩টি আসনে জামায়াতের প্রার্থীসহ ১১ জনের মনোনয়ন বাতিল

বিএনপি প্রার্থী শাহজাহানের সম্পদ জামায়াতের আনোয়ারীর চেয়ে ২১ গুণ বেশি

নড়িয়ায় ট্রাকচাপায় নিহত ১, চালক আটক

জুলাই বিপ্লবের পরে আমার ইনকাম কমেছে : হাসনাত আব্দুল্লাহ