হোম > সারা দেশ > চট্টগ্রাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য: নির্বাচন কমিশনার

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হবে সম্পূর্ণ অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং ইমানদারির নির্বাচন—এটি কোনোভাবেই তামাশা বা খামখেয়ালিপূর্ণ হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আব্দুর রহমানেল মাছউদ।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর ১টায় সীতাকুণ্ড ডিগ্রি কলেজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, অতীতে নির্বাচনকে তামাশায় পরিণত করা হয়েছিল, যা কোনোভাবেই কাম্য নয়। দেশ কোনো তামাশার জায়গা নয় উল্লেখ করে তিনি বলেন, আগামী নির্বাচন অবশ্যই সুন্দর, সঠিক, নিরপেক্ষ ও জনগণের আস্থাভাজন হবে।

তিনি আরও বলেন, গুটিকয়েক ব্যক্তির কর্মকাণ্ডের জন্য দেশপ্রেমিক বিশাল পুলিশ বাহিনীকে অপবাদ দেওয়া অনুচিত; অথচ সেটাই হয়েছে। এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি আর হতে দেওয়া হবে না।

সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন এবং চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন।

এ ছাড়া উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্বশীলতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

চকরিয়ার ইউনিয়ন আ.লীগ সভাপতি দিদার চেয়ারম্যান গ্রেপ্তার

২৩ বছর পর তারেক রহমান কুমিল্লায় আসছেন রোববার

আবার ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছি: হাসনাত আবদুল্লাহ

একটি দল ক্ষমতার জন্য দেশকে ভারতের কাছে বিক্রি করে দিতে চায়

সীতাকুণ্ডে জামায়াত প্রার্থীর গাড়িকে অন্য গাড়ির ধাক্কা

চাটখিল-সোনাইমুড়ীতে সন্ত্রাসী, চাঁদাবাজি চলবে না : ব্যারিস্টার খোকন

আ. লীগ ও এনসিপির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

বিনা পয়সায় ভোট দেবেন, বিনা পয়সায় সার্ভিস দেব : হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ জামায়াত নেতার ভাই আটক

চাঁদপুরে স্বতন্ত্র প্রার্থী প্রধানিয়াকে প্রতীক বরাদ্দের নির্দেশ হাইকোর্টের