হোম > সারা দেশ > চট্টগ্রাম

শিশুকে পাশবিক নির্যাতনের পর হত্যা, সেপটিক ট্যাংক থেকে লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, ফেনী

গ্রেপ্তারকৃত রাসেল

ফেনীতে ছয় বছরের এক কন্যা শিশুকে পাশবিক নির্যাতনের পর হত্যা করা হয়েছে। বুধবার রাতে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা এলাকায় এ ঘটনা ঘটে।

পরিত্যক্ত একটি সেপটিক ট্যাংক থেকে শিশুটির বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ রাসেল (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। রাসেল ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়া গ্রামের নূর হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে শিশুটি মাথিয়ারা এলাকার বাড়ি থেকে নিখোঁজ হয়। সারাদিন মাইকিং করে খোঁজাখুঁজির পরেও তার সন্ধান মেলেনি। পরে রাত সাড়ে ১১টার দিকে পরিবারের সদস্যরা একই এলাকার সোনালী ব্রিকস-এর একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকের কাছে শিশুটির জামা দেখতে পান। এরপর ট্যাংকের ভেতরে তল্লাশি চালিয়ে পানিতে ডুবন্ত অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের ধারণা, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে দেওয়া হয়েছে। এই সন্দেহে স্থানীয়রা ওই ব্রিকফিল্ডে কর্মরত রাসেলকে আটক করে পুলিশে সোপর্দ করে।

স্থানীয় ইউপি সদস্য নূর নবী জানান, শিশুটির পরিবার কাজের সূত্রে মাথিয়ারার একটি কলোনিতে বসবাস করতো। আটক রাসেল প্রায় দুই বছর ধরে ওই ব্রিকফিল্ডে কাজ করে। জিজ্ঞাসাবাদে রাসেল শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ সেপটিক ট্যাংকে ফেলার কথা স্বীকার করেছে।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং গ্রেপ্তারকৃত রাসেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার অপরাধ স্বীকার করেছে।

শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা

সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সর্বাত্মক সহায়তা করবে নৌ বাহিনী

ভারতের কারাগারে কুতুবদিয়ার ৪৩ জেলে, অসহায় পরিবার

জোট হবে ন্যায্যতার বিচারে আসন সমঝোতার ভিত্তিতে: নুর

সব ক্ষেত্রে কোরআন শিক্ষা বাধ্যতামূলক হলে সমাজে পাপ কমে যাবে

প্রতিবেশীর ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রবাসীর মৃত্যু

গণতন্ত্রের মুখোশে শেখ হাসিনা বাকশালি শাসন কায়েম করেছিল

রামুতে বৌদ্ধ সম্প্রদায়ের দুই পক্ষের বিরোধকে কেন্দ্র করে বিহারে হামলা–ভাঙচুর, গ্রেপ্তার ৩

নৌবাহিনীর অভিযানে বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার