হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনীতে বিএনপি নেতার বিরুদ্ধে মাদ্রাসায় তালা দেওয়ার অভিযোগ

জেলা প্রতিনিধি, ফেনী

ছবি: আমার দেশ।

ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় তালা দেওয়া অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন টিপু ও তার অনুসারীদের বিরুদ্ধে। এসময় হামলাকারীদের মারধরের শিকার হয় মাদ্রাসার হাফেজ আহমদ হোসাইন।

গত সোমবার রাতে ৫০-৬০ জনের একদল যুবক মাদ্রাসায় এসে এতিমখানার ছাত্রদের বের করে দিয়ে সেখানে তালা মেরে দেয়, পরবর্তীতে মাদ্রাসার শিক্ষক হাফেজ আহমদ হোসাইন বাধা দিতে গেলে তাকে মারধর করে, অফিসকক্ষে তালা দেয়। পরবর্তীতে একে একে মাদ্রাসার সব কক্ষে তালা দিয়ে সবাইকে চলে যেতে বলে। ঘটনার পরপরই ৯৯৯ নাম্বারে কল করে ফুলগাজী থানা পুলিশের সহায়তা চায়, রাতেই ঘটনাস্থলে পুলিশের একটা টিম উপস্থিতি হয়।

ফুলগাজী থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম জানান, ৯৯৯ নাম্বারে কল পেয়ে শুক্রবার(১৯ ডিসেম্বর) পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছিলো। মূলত কমিটি নিয়ে বিরোধের কারণে মাদ্রাসা তালাবন্ধ ছিল।

এদিকে মাদ্রাসায় তালা ঝুলানোর বিষয়টি চারদিকে জানাজানি হলে শনিবার (২০ ডিসেম্বর) বিকালের দিকে তালা খুলে দেওয়া হয়।

মাদ্রাসার শিক্ষক মাওলানা আবদুল কাইয়ুম জানান, বিএনপি নেতা টিপুর নেতৃত্বে মাদ্রাসায় একদল যুবক হামলা চালায়, সেখানে হাফেজ আবদুল্লাহও উপস্থিতি ছিলেন। এসময় একজন শিক্ষককে মারধর করা হয়।

আরেক শিক্ষক সাইফুল ইসলাম জানান, একদল সন্ত্রাসী আমাদের উপর হামলা চালায়, এসময় আমাদের একজন শিক্ষক আহত হয়, মাদ্রাসা এখনো তালাবন্ধ আছে, হামলার সময় সেখানে উপস্থিতি ছিলেন বিএনপি নেতা টিপু।

নাম প্রকাশে অনিচ্ছুক আমজাদহাটের একজন সাবেক জনপ্রতিনিধি জানান, গত সোমবার এলাকার গণ্যমান্য ব্যক্তি ও রশিদিয়া মাদ্রাসা কর্তৃপক্ষসহ বড় একটি বৈঠকে সুন্দর সিদ্ধান্ত হয়।

একটা শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে তালা দেওয়া বিষয়টি খুব দুঃখজনক।

এ বিষয়ে জানতে চাইলে আমজাদহাট ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন টিপু জানান, এটা ভাইদের মধ্যকার ঝামেলা, আমি এসবে ছিলাম না। আমার নাম রাজনৈতিক গ্রুপিং এর কারণে আসছে।

জানা গেছে, মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা আবদুল আউয়াল অসুস্থ হওয়ার পর মাদ্রাসাটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয় ফেনী রশিদিয়া মাদ্রাসা কর্তৃপক্ষকে। রশিদিয়া তখন মুহতামিমের দায়িত্ব দেন আউয়াল হুজুরের সন্তান হাফেজ আবদুল্লাহ নিকট। পরবর্তীতে হাফেজ আবদুল্লাহর বিরুদ্ধে নানানরকম অনিয়মের অভিযোগ উঠলে তাকে বহিষ্কার করে রশিদিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ। বৈঠকের মাধ্যমে নতুন মুহতামিমকে দায়িত্ব হস্তান্তর করা হয়।

ফেনীতে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

ঋণের নামে ৬ হাজার ২৪৩ কোটি টাকা আত্মসাৎ

বিএনপি নেতার বসতঘরে নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পায়নি পুলিশ

ফ্লাইওভারের পিলারে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কা, আহত ১১ আনসার সদস্য

কুমিল্লা- ২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন খালেদার জিয়ার সাবেক এপিএস

লিফলেট বিতরণকালে মহিলা দল সভাপতির উপর মোটরসাইকেল উঠিয়ে দিল আ. লীগ নেতা

জুলাই শহীদের ভাইকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর ছুরিকাঘাত

এনসিপি নেতা হান্নান মাসউদকে হত্যার হুমকি দেয়া সেই যুবক গ্রেপ্তার

সেন্টমার্টিন ভ্রমণে খরচ ও ভোগান্তি বেড়েছে পর্যটকদের

চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার বন্ধ করে দিলো সহকারী হাইকমিশন