হোম > সারা দেশ > চট্টগ্রাম

জামায়াত নিয়ে গুজব ছড়িয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা ইসকনের

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

চট্টগ্রামের সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড় নিয়ে আবারো তৎপর হয়ে ওঠেছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন৷ এবার জামায়াতে ইসলামীর একটি পিকনিক নিয়ে পরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চালাচ্ছে সংগঠনটি৷ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্ট দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টাও অব্যাহত রেখেছে তারা।

রাজনৈতিক সচেতন মহল বলছে, যখন আওয়ামী লীগ ও ভারতের নীল নকশায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক জুলাই বিপ্লবের নায়ক ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় বিচার দাবিতে সারাদেশ উত্তাল৷ ঠিক তখনি ঘটনাকে ভিন্নখাতে নিতে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে ইকসন ও আওয়ামী লীগ।

জানা যায়, শুক্রবার দুপুরে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে দুই নম্বর গেইট সংলগ্ন পাহাড়ের বাগানে একটি পিকনিক আয়োজন করেন জামায়াতের সাবেক আমীর তাওহীদুল হক চৌধুরী। এতে শতাধিক সনাতনী ধর্মাবলম্বী ও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ অংশ নেন। ওই স্থানটি মহাশ্মশ্মান খেকে পূর্বে এক হাজার মিটার ও সীতার মন্দির থেকে পশ্চিমে ১ হাজার মিটার দূরে এবং চন্দ্রনাথ মন্দির থেকে ১২০০ ফিট নিচে। জামায়াত ছাড়াও জামায়াতের সনাতনী শাখার নেতারা সেখানে মধ্যাহ্নভোজনে অংশ নেন। এতে ৫০ জন বৌদ্ধ ধর্মাবলম্বীও অংশ নেন। তাদের জন্য আলাদা মেন্যুতে খাবারের আয়োজনও করা হয়।

তবে একদিন পরে চট্টগ্রামের কয়েকজন আওয়ামী দোসর বিষয়টি ভিন্ন খাতে নিয়ে সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে দেয়। সর্বপ্রথম বিপ্লব দে পার্থ নামে একজন বিষয়টি নিয়ে পোষ্ট করে, ‘চন্দ্রনাথ ধর্মীয় তীর্থভূমিতে জামায়াত নেতার গরু জবাই’ উল্লেখ করে পোষ্ট করেন। তিনি লিখেন, সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সাবেক আমীর তাওহীদুল হক চৌধুরী আয়োজিত পিকনিকে ৫’শতাধিক নেতাকর্মীসহ ১ হাজার মানুষ অংশ নেন। সামান্য দূরে গরু কেটে চন্দ্রনাথ ধামের স্থানটিতে খাবারের আয়োজন করা হয়, ইসলামী সংগীত, গজল গাওয়া হয় ও আজান দেওয়া হয় এবং নামাজও পড়া হয়। সেখানে কয়েকশ হিন্দু ভোটারকেও আমন্ত্রণ করা হয়। কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে হিন্দুরা প্রতিবাদ করার সাহস পায়নি। এখন হিন্দুরা কি করা উচিত বলেন? তিনি আরো লিখেন, চন্দ্রনাথ ধামের জায়গা জবর দখল করে দোকান নির্মাণ করা অনেকে জামায়াতের শেল্টারে ছিলেন।

বিপ্লব পার্থর এই পোষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অস্থিরতা তৈরি হয়। যা অনেক ইসকন সদস্য কপি করে পোষ্ট করেন। বিপ্লব পার্থের বিরুদ্ধে ইসকন সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তার সাথে রাষ্ট্রদ্রোহ ও আইনজীবী আলিফ হত্যার আসামি চিন্ময় কৃষ্ণ দাসের অসংখ্য ছবি রয়েছে। অভিযোগ রয়েছে, ৫ আগস্টের আগেও ইসকনের সকল প্রেস রিলিজ লিখে গণমাধ্যমে পাঠাতেন সাংবাদিক নামধারী বিপ্লব দে পার্থ। বিভিন্ন সময় আগুনে ঘরবাড়ি পুড়ে গেল বিপ্লব সেগুলো মুসলমানরা পুড়িয়ে দিয়েছে উল্লেখ করে পোষ্ট করেন ফেসবুকে।

স্থানীয় সূত্র জানায়, চন্দ্রনাথ পাহাড়ের ১২শ ফিট উপরে চন্দ্রনাথ মন্দির অবস্থিত। যেখানে জামায়াতের পিকনিক করা হয় সেই স্থানটি ১২শ ফিট নিচের লোকালয়। ওই জায়গাটি পিকনিক স্পট হিসেবে সবার কাছে পরিচিত। এর আগে সীতাকুণ্ড বাজার কমিটিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সেখানে পিকনিক করেছে। পাহাড়ের নিরিবিলি মনোরম পরিবেশে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য স্থানটি সবার কাছে পছন্দের। পাহাড়ের পাদদেশে শতশত বাড়িঘর ও অদূরে টিনওয়ালাশাহ ফকির রহ: এর একটি মাজার রয়েছে। তবে সেখানে পথে পথে অসংখ্য মঠ-মন্দির রয়েছে। যুগ যুগ ধরে এটাই সেখানকার বাস্তবতা। তবে জামায়াতের পিকনিকে গরুর মাংস বাইরে থেকে জবাই করা হয়। এমনকি পিকনিক স্পটটির সাথে মহাশ্মশ্মান ও সীতার মন্দিরের ১ হাজার মিটারের দূরত্ব। ১ নম্বর ব্রিজ পরবর্তী পাহাড়ি ছড়ার ওপারে একটি সমতল পেয়ারা ও গাব বাগানের ভেতের ওই আয়োজন করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, চন্দ্রনাথ ধামের মঠ-মন্দির গজারিয়া দিঘি এলাকা থেকে শুরু হলেও সেখানে ফাঁকে ফাঁকে শতশত মুসলিমদের বাগান ও বাড়ি রয়েছে। যুগ যুগ ধরে সেখানে জুম চাষ করেন গ্রামবাসী। এছাড়াও বেশিরভাগ দোকানের মালিক স্থানীয় বাসিন্দারা। পাহাড়ের তাদের নিজস্ব বাগানও রয়েছে।

পূজা কমিটির নেতা বলরাম দাস বলেন, পাহাড়ের পাদদেশে ফল বাগানের পিকনিকে গরু ও খাসি জবাই করে খাওয়ানো হয়। তবে সেগুলো বাইরে থেকে জবাই করে আনা হয়। এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। এটি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের একটি ষড়যন্ত্র বলে আমি মনে করি।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমলেন্দু কনক আমার দেশকে বলেন, একটি অসাধু চক্র সরকারকে বেকাদায় ফেলার জন্য এবং আগামী নির্বাচনকে বানসাল করতে পরিকল্পিতভাবে নানান মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। মাওলানা তৌহিদুল হক চৌধুরী উনার আমিরাবাদের বাড়িতে গরু ও খাসি জবাই করে অনুষ্ঠান-স্থলে নিয়ে শুধু রান্না করেছেন।

তাওহীদুল হক চৌধুরী আমার দেশকে বলেন, আমার বাড়ি থেকে নিয়ে রান্না করি। সেখানে আশেপাশে কোন মন্দির বা মঠ নেই। একটি পাহাড়ের বাগানে মনোরম পরিবেশের জন্য স্থানটি বেচে নেওয়া হয়। চন্দ্রনাথ মন্দিরতো ১২”শ ফিট উপরে।

চট্টগ্রাম-৪ আসনে (সীতাকুণ্ড) জামায়াতের সংসদ সদস্য প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী আমার দেশকে বলেন, হাদির ঘটনাকে ভিন্ন খাতে নিতে এই অপপ্রচার চালানো হচ্ছে। সীতাকুণ্ডের ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে যা উস্কানি ছড়িয়ে দিতে একটি মহল কর্তৃক পরিকল্পিতভাবে করা হচ্ছে ।

বাঁশখালীর বিষমুক্ত শুঁটকি রপ্তানি হচ্ছে বিদেশে

ঈদগাঁওয়ে সেচ বাঁধের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বাঁশখালীতে একদিনের ব্যবধানে চার অস্ত্র উদ্ধার, আটক ৪

আমাদের কঠোর হতে বাধ্য করবেন না: জেলা প্রশাসক

তিতাসে নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

১৬ ডিসেম্বর ঘিরে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা

বেলাবতে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুই মামলায় গ্রেপ্তারের আদেশ

পতিত জমি দখল নিয়ে আ.লীগ–বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে ৫ জন আহত

শিক্ষার্থীকে স্বেচ্ছাসেবকলীগ নেতা পরিচয়ে গ্রেপ্তারের অভিযোগ