হোম > সারা দেশ > চট্টগ্রাম

নাঙ্গলকোটে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২, আহত ৬

কুমিল্লা ও নাঙ্গলকোট প্রতিনিধি

কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬ জন গুরুতর আহত হয়েছেন।

জানা গেছে, শুক্রবার দুপুর আনুমানিক সাড়ে ১২টায় নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামে আবুল খায়ের মেম্বার গ্রুপ ও সালেহ আহম্মদ মেম্বার গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। নিহতরা হলেন—দেলওয়ার হোসেন নয়ন (৩৬) (বুনাই), পেশায় প্রবাসী, যিনি এক মাস আগে দেশে এসেছেন এবং ছালেহ আহমেদ (৬০) ১নং আলিয়ারা ইউনিয়নের সাবেক সদস্য। গুরুতর আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে।

স্থানীয় সূত্র জানায়, এর আগেও গত ৩ আগস্ট ২০২৫ তারিখে দুই পক্ষের সংঘর্ষে আলাউদ্দিন নামে একজন সাবেক ইউপি সদস্য নিহত হন। ওই ঘটনার জেরে গ্রামে এক পক্ষ অপর পক্ষের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে বেশ কয়েকটি পরিবারের সদস্য দীর্ঘদিন এলাকা ছেড়ে বাইরে অবস্থান করতে বাধ্য হয়।

সম্প্রতি সেনাবাহিনীর হস্তক্ষেপে ওই পরিবারগুলো নিজ নিজ বাড়িতে ফিরে এলে আবারও এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবারের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে । আমি ঘটনাস্থলে আছি ।

বিএনপি পরিবহন শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করবে

চট্টগ্রাম–৮ আসন এনসিপিকে ছেড়ে দেয়ায় জামায়াত নেতাকর্মীদের ক্ষোভ

দেশি পণ্য বিদেশি বলে বিক্রি করায় জরিমানা

রামগঞ্জ উপজেলা বিএনপি সাবেক সা. সম্পাদকের ইন্তেকাল

কোনো বিশেষ কারণে ভোট দেওয়ার কথা সরকারের বলা উচিত না: আমীর খসরু

মুরাদনগরে সেফটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই: প্রেস সচিব

নোয়াখালীতে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে ২ যুবকের মৃত্যু

গণভোটের পক্ষে অবস্থান নিয়ে হ্যাঁ ভোট দিতে হবে: আদিলুর

পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া হুজি রাইফেলসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার