হোম > সারা দেশ > চট্টগ্রাম

নির্বাচিত দলকে ক্ষমতা দিয়ে পুরোনো ঠিকানায় ফিরে যাব: ধর্ম উপদেষ্টা

জেলা প্রতিনিধি, কুমিল্লা

সরকার ঘোষিত তারিখে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার কাজও সরকার করে যাচ্ছে। এ নির্বাচনের মাধ্যমে ম্যান্ডেটপ্রাপ্ত দলকে ক্ষমতা হস্তান্তর করে পুরোনো ঠিকানায় ফিরে যাব। এর মাধ্যমে সাংবিধানিক ধারাবাহিকতা বহাল থাকবে। নির্বাচন না হলে নানা ধরনের অস্থিরতা দেখা দিতে পারে।

শুক্রবার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নব শালবন বৌদ্ধ বিহারে আয়োজিত ২৪তম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠানে শালবন বৌদ্ধ বিহারে ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টার ও ফ্রি ফ্রাইডে ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ড. খালিদ বলেন, এ মাতৃভূমি আবহমানকাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য লালন করে আসছে, এটাই তার বাস্তব প্রমাণ।

নির্বাচন ও জুলাই সনদ বিষয়ে তিনি বলেন, সুশাসনের জন্য নির্বাচন অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে সরকার এগিয়ে যাচ্ছে। রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ যথাসময়ে স্বাক্ষরিত হবে, এ নিয়ে কোনো আশঙ্কা নেই।

এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হায়দার আলী, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক, বার্ডের সাবেক পরিচালক বিজয় কুমার বড়ুয়া, সাবেক ব্যাংক কর্মকর্তা সুরসেন সিংহ, সাংবাদিক অশোক বড়ুয়া, উদযাপন পরিষদের সভাপতি স্বপন সিংহ।

হাত উঁচিয়ে জামায়াত প্রার্থীর প্রচারণায় বিএনপি প্রার্থীর ভাই

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা

সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সর্বাত্মক সহায়তা করবে নৌ বাহিনী

ভারতের কারাগারে কুতুবদিয়ার ৪৩ জেলে, অসহায় পরিবার

জোট হবে ন্যায্যতার বিচারে আসন সমঝোতার ভিত্তিতে: নুর

সব ক্ষেত্রে কোরআন শিক্ষা বাধ্যতামূলক হলে সমাজে পাপ কমে যাবে

প্রতিবেশীর ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রবাসীর মৃত্যু

গণতন্ত্রের মুখোশে শেখ হাসিনা বাকশালি শাসন কায়েম করেছিল

রামুতে বৌদ্ধ সম্প্রদায়ের দুই পক্ষের বিরোধকে কেন্দ্র করে বিহারে হামলা–ভাঙচুর, গ্রেপ্তার ৩