হোম > সারা দেশ > চট্টগ্রাম

লামায় বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল বন্যহাতির, আক্রমণে কৃষকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, লামা (বান্দরবান)

বান্দরবানের লামা উপজেলায় বন্যহাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি কুমারী এলাকার চাককাটা ঝিরিতে এ ঘটনা ঘটে।

এদিকে, ফসলি জমিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারিয়েছে এক বন্যহাতি। মৃত বন্যহাতিটির বয়স আনুমানিক ৩০ বছর হবে বলে ধারণা করছে বন বিভাগ কর্মকর্তারা। মঙ্গলবার সকালে চাককাটার ঝিরির কৃষক ফরিদুল আলমের জমিতে বন্যহাতিটির মৃতদেহ পাওয়া গেছে।

নিহত কৃষকের নাম ফরিদুল আলম (২৭)। তিনি চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের উত্তর ঘুনিয়া পাহাড়তলী এলাকার বাসিন্দা মৃত আলী আহমদের ছেলে।

জানা গেছে, বিভিন্ন সময় গভীর জঙ্গল থেকে খাবারের সন্ধানে লোকালয়ে নেমে আসে হাতির পাল। হাতির হানায় ফসলি জমি, ঘরবাড়ি, মানুষ ও বাগানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে বাগান ও ফসলি জমির চার পাশে বিদ্যুতের ফাঁদ পেতে হাতি তাড়ানোর চেষ্টা করেন স্থানীয়রা। সোমবার রাতে বন্যহাতির পাল খাদ্যের সন্ধানে লোকালয়ে এলে হাতিটি বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মারা যায়। তবে অভিযোগ অস্বীকার করেছে ঘটনাস্থলে থাকা অধিবাসীরা।

লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা একেএম আতা এলাহী জানান, বৈদ্যুতিক ফাঁদেই হাতির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, ময়নাতদন্তের পর জানা যাবে হাতিটি বৈদ্যুতিক ফাঁদে ফেলে হত্যা করা হয়েছে নাকি, স্বাভাবিক মৃত্যু হয়েছে। আপাতত এঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

অপরদিকে, এর একশ গজ দুরে হাতিটির আক্রমণে কৃষক ফরিদুল আলমের মৃত্যু হতে পারে বলে জানান রেঞ্জ কর্মকর্তা একেএম আতা এলাহী।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাৎ হোসেন জানান, হাতির আক্রমণে নিহত কৃষকের লাশ মঙ্গলবার সকালে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, বৈদ্যুতিক ফাঁদে হাতির মৃত্যুর সত্যতা পাওয়া গেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি হাতির আক্রমণে নিহত কৃষক ফরিদুল আলমের পরিবারকে বন বিভাগের বিধি মোতাবেক ক্ষতিপূরণের দেওয়া হবে।

আমির খসরু ও তার স্ত্রীর সম্পদের পরিমাণ ২১ কোটি, নগদ টাকা ৩ কোটি

সেই জসিমের নগদ অর্থ মাত্র ১৫ কোটি টাকা, স্ত্রীর ১৪ লাখ

চট্টগ্রামে জলাতঙ্ক নির্মূলে ১৫ হাজার কুকুরকে টিকা

কুতুব‌দিয়ায় তুচ্ছ বিষয়ে চাচাতো বোনকে হত্যা

চট্টগ্রামে সবচেয়ে ধনী প্রার্থী বিএনপির, গরিব জামায়াতের প্রার্থী

চসিকের সাবেক কাউন্সিলর সুমন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

ধানমন্ডিতে ৫টি ফ্ল্যাট ও ৫ কাঠা জমির মালিক ব্যারিস্টার রুমিন, নগদ অর্থ কত?

সাতকানিয়ায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

৪৫৭ কোটি টাকার মালিক আসলাম চৌধুরীর ঋণ ১৭০০ কোটি

চাঁদপুরে অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মনোনয়নপত্র দাখিল