হোম > সারা দেশ > চট্টগ্রাম

থানায় গরু নিয়ে প্রবেশে নিষেধ করায় পুলিশের ওপর হামলা, যুবক আটক

উপজেলা প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

কুমিল্লার চৌদ্দগ্রাম মডেল থানা ভাউন্ডারির ভিতরে গরু নিয়ে প্রবেশ করতে কয়েকবার নিষেধ করায় ক্ষীপ্ত হয়ে এক পুলিশ সদস্যের ওপর হামলা করেছে বাহাদুর হোসেন বাদল নামের এক যুবক। তাৎক্ষণিক পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। বাদল পার্শ্ববর্তী লক্ষীপুর গ্রামের মানিক মিয়ার ছেলে। বুধবার তথ্যটি নিশ্চিত করেছেন থানার পরিদর্শক (তদন্ত) গুলজার আলম।

জানা গেছে, বাদল নিয়মিত চৌদ্দগ্রাম মডেল থানার ভাউন্ডারির ভিতরে গরু নিয়ে প্রবেশ করে। গরুগুলো নিয়মিত থানার বিভিন্ন প্রজাতির ফল ও ফুল গাছ নষ্ট করায় বাদলকে একাধিকবার নিষেধ করা হয়। কিন্তু বাদল থানা পুলিশের নিষেধের তোয়াক্কা না করে মঙ্গলবার দুপুরে একাধিক গরু নিয়ে ভাউন্ডারির ভিতরে প্রবেশ করে।

এ সময় কনস্টেবল শরিফুল ইসলাম দেখতে পেয়ে বাদলকে গরু নিয়ে থানায় প্রবেশে আবারো নিষেধের কথা জানায়। এতে ক্ষীপ্ত হয়ে বাদল তার হাতে থাকা দা এর উল্টা পিঠ দিয়ে কনস্টেবল শরিফুলের গায়ে একাধিক আঘাত করে। একপর্যায়ে শরিফুলের মাথায় কোপ দিলে চিৎকার শুনে থানার ভিতর থেকে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাদলকে আটক করে।

চৌদ্দগ্রাম মডেল থানার পরিদর্শক গুলজার আলম বলেন, বিগত কয়েক বছর থেকেই বাদল থানার ভাউন্ডারিতে একাধিক গরু নিয়ে প্রবেশ করে। গরু থানার আশেপাশের গাছপালা খেয়ে ফেলায় বাদলকে একাধিকবার নিষেধ করলেও সে তোয়াক্কা করেনি। মঙ্গলবার কনস্টেবল শরিফুল গরু নিয়ে বাদলকে প্রবেশ করতে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে কুপিয়ে আঘাত করে। এ ঘটনায় বাদলের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

রাউজানে খালেদা জিয়ার গায়েবানা জানাজায় মানুষের ঢল

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী, দোয়া-মোনাজাতে খালেদা জিয়াকে স্মরণ

চট্টগ্রামে গানম্যান ও অস্ত্রের লাইসেন্সের আবেদন নেই প্রার্থীদের

চাঁদপুরে খালেদা জিয়ার গায়েবানা জানাজায় মানুষের ঢল

চবিতে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে জামায়াত-খেলাফত মজলিসের মতবিনিময়

মীর হেলালের সম্পদ ১০ কোটি টাকার বেশি, নগদ অর্থ ৫ কোটির ওপর

মৃত্যুর আগেই সব মামলায় খালেদা জিয়ার মুক্তি

থার্টি ফার্স্ট নাইটে কক্সবাজারে ৭ নিষেধাজ্ঞা

জামায়াতের নায়েবে আমির ডা. তাহেরের চেয়ে স্ত্রীর সম্পদ ৫ গুণ বেশি