হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুতুবদিয়ায় এরশাদুল হাবিব রুবেল হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজারের কুতুবদিয়ায় চাঞ্চল্যকর সাবেক ছাত্রনেতা এরশাদুল হাবিব রুবেল হত্যা মামলায় প্রায় ২০ বছর পর আদালতের রায় ঘোষণা করা হয়েছে। এ মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড এবং চারজনকে খালাস দিয়েছেন বিজ্ঞ আদালত।

বুধবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে এ রায় ঘোষণা করা হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ মাতবরপাড়ার মোহাম্মদ ইউসুফ মাতবরের ছেলে রুস্তম মাতবর, গোলাম মোস্তফার ছেলে সোহেল মাতবর, আবু তাহের চৌধুরীর ছেলে মো. জুয়েল মাতবর এবং মোহাম্মদ তাহের মাতবরের ছেলে মো. ফরহাদ মাতবর। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ফরহাদ মাতবর বর্তমানে কারাগারে আটক রয়েছেন এবং বাকি তিনজন দেশের বাইরে পলাতক বলে জানা গেছে।

খালাসপ্রাপ্ত চার আসামি হলেন— রুস্তম মাতবরের দুই ভাই সাজ্জাদ মাতবর ও আরাফাত মাতবর এবং ছোটন ও সৈয়দ।

মামলার বিবরণে জানা যায়, কুতুবদিয়া উপজেলা সদর বড়ঘোপ মাতবরপাড়ার মরহুম মোহাম্মদ কাশেম মাতবরের ছেলে সাবেক ছাত্রনেতা এরশাদুল হাবিব রুবেল ২০০৬ সালের ১৫ অক্টোবর সন্ধ্যায় বড়ঘোপ বাজার থেকে রিকশায় করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।

এ ঘটনায় রুবেলের মা মমতাজ সুফিয়া বেগম বাদী হয়ে কুতুবদিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তীতে রাজনৈতিক প্রভাব ও নানা জটিলতার কারণে দীর্ঘদিন মামলার কার্যক্রম তেমন অগ্রগতি পায়নি। সর্বশেষ ২০২৩ সালে মামলাটি চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়।

নিহত রুবেলের ছোট ভাই ও মামলার পরিবর্তিত বাদী, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হানিফ বিন কাশেম বলেন, প্রায় দুই দশক পর এ রায় ঘোষিত হলেও তারা পুরোপুরি সন্তুষ্ট নন। তিনি জানান, রাষ্ট্রপক্ষ এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে তাদের জানানো হয়েছে।

দীর্ঘ প্রতীক্ষার পর ঘোষিত এ রায়কে কেন্দ্র করে কুতুবদিয়া এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন

নাগরিক সেবা বাস্তবায়নে উদ্যোক্তারাই মূল চালিকাশক্তি

সাগর থেকে কুতুব‌দিয়ার ২ জেলের লাশ উদ্ধার

কুমিল্লায় তিন বাহনের সংঘর্ষ, নিহত ৪

যৌথ অভিযানে ঢাকায় উদ্ধার ছিনতাই হওয়া ২৯০ ভরি স্বর্ণ

কর্ণফুলীতে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ট্রাকের সঙ্গে বাসের ধাক্কা, নৌবাহিনীর মার্চেন্ট সদস্যসহ নিহত ৩

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে বাস উল্টে নিহত ২, আহত ১২

নির্বাচন সুষ্ঠু হবে কিনা জনমনে সংশয় সন্দেহ রয়েছে: এবি পার্টি

সেন্টমার্টিনে জালে ধরা পড়লো ৬৮৭ লাল কোরাল