হাসনাত আব্দুল্লাহ
গুণ্ডা-পান্ডার অভিভাবক লুটেরা-মাফিয়াদের হাতে আপনাদের ভবিষ্যৎ তুলে দিয়েন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
আজ ঢাকা-৮ আসনের হাবিবুল্লাহ বাহার কলেজে এনসিপির প্রার্থী নাসীরউদ্দীন পাটোয়ারীর ওপর সন্ত্রাসী হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এই মন্তব্য করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি লেখেন, ‘আমার ভাই নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে হামলা করেছে ছাত্রদল। ঢাকা-৮ আসনের এমপি প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী বিগত ফ্যাসিস্ট-বিরোধী সময়ের বিপ্লবী যোদ্ধা।
পাটোয়ারীদের এত ভয় পাওয়ার কারণ কী? বিরোধী মতকে সহ্য করতে না পেরে হামলে পড়ার চর্চা এত দ্রুত শুরু করলেন আপনারা! এটা কি আপনাদের প্ল্যানের অংশ?
ঢাকা-৮ আসনের ভোটারগণ, এবার আপনারা সিদ্ধান্ত নেবেন। ফ্যাসিস্ট হাসিনার আমলে শতকোটি টাকা বানানো নেতা-কর্মীদের রক্তের ওপর বসে আঁতাতে ব্যবসা টিকিয়ে রাখা ব্যক্তিদের ভোট দিয়ে সংসদে পাঠাবেন কি না। যারা একজন এমপি পদপ্রার্থীর প্রতি সহিষ্ণু আচরণ করতে পারে না, তারা কীভাবে জনগণের হকের প্রতি ইনসাফ করবে?
প্রিয় দেশবাসী, গুণ্ডা-পান্ডার অভিভাবকদের হাতে, লুটেরা-মাফিয়াদের হাতে আপনাদের ভবিষ্যৎ তুলে দিয়েন না। নিজেদের অধিকার ও নিজেদের নিরাপত্তা রক্ষায় সচেষ্ট হোন।