জনগণের ভাগ্যোন্নয়ন, গণতন্ত্রকে শক্তিশালী ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রত্যাশা পূরণে ধানের শীষে ভোট চাইলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মঙ্গলবার সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে নির্বাচনি গণসংযোগ ও প্রচারে অংশ নিয়ে ভোটারদের কাছে এই আহ্বান জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি হচ্ছে এ দেশের গণমানুষের পক্ষের শক্তি। স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাসী এ দলের পরিকল্পনার সবকিছুই দেশের মানুষকে ঘিরে। তাই রাষ্ট্র ক্ষমতায় গেলে বিএনপিকে সব সময় দেশের মানুষ তাদের পক্ষের শক্তিকে পাশে পাবে।
তিনি আরও বলেন, বিএনপির প্রতিশ্রুত শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করতে হবে।
মঙ্গলবার সকালে কৈয়ারবিল ইউনিয়নে নির্বাচনি গণসংযোগ ও প্রচারে গিয়ে প্রয়াত চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান চৌধুরীর কবর জিয়ারত করেন সালাহউদ্দিন আহমদ।
পরে তিনি ইউনিয়নের বিভিন্ন জায়গায় দলের নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনি গণসংযোগ করেন। এ সময় চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি এম ওমর আলীসহ উপজেলা এবং ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।