হোম > সারা দেশ > চট্টগ্রাম

দুর্নীতির সঙ্গে আপস করা যাবে না: হাসনাত আব্দুল্লাহ

জেলা প্রতিনিধি, কুমিল্লা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দুর্নীতির সঙ্গে আপস করা যাবে না। আমরা চাই না মেধাবীরা ঝরে যাক। মেধাবীরা যদি ঝরে যেতে থাকে, তখনই অযোগ্য শাসকরা সমাজ শাসন করতে থাকে। খেয়াল করে দেখবেন, অযোগ্য ক্ষমতাবান ব্যক্তিদেরই মসজিদ কমিটির সভাপতি বানায়, যেখানে সেখানে চেয়ার দিতে হয় ।

সোমবার দুপুরে কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা নাগাইশ ফয়েজিয়া রাজ্জাকিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের মিলাদ ও বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, আমরা দুনিয়ায় ছোট ছোট ভয়ের কারণে সত্য থেকে পিছিয়ে যাই। নিশ্চিত মৃত্যু জেনেও যে মানুষগুলো সত্য থেকে পিছপা হয়নি। আমাকে আয়নাঘরে নিয়ে যাবে, আমাকে বন্দি করা হবে, আমাকে জেলে নিয়ে যাওয়া হবে , পরিবারের সদস্যরা মৃত্যুর ঝুঁকিতে থাকবে জেনেও বাংলাদেশের যে কয়েকজন মানুষ সত্য থেকে পিছপা হননি, বলিষ্ঠ কন্ঠ বজায় রেখেছেন, অন্যায়ের সঙ্গে কখনো আপস করেননি, ‌তিনি হলেন মোস্তাক ফয়েজী হুজুর।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের পড়াশোনা করতে হবে। জ্ঞান বৃদ্ধি করতে হবে। আপনার মধ্যে যদি তথ্যের ভান্ডার থাকে, তাহলে যেকোনো জায়গায় আপনি মোকাবিলা করতে পারবেন। সেজন্য আপনাকে প্রচুর পড়াশোনা করতে হবে। যতই কষ্ট হোক আপনারা পড়াশোনা করবেন ।

আপনারা সবাই বিনয়ী হবেন । বিনয়ী হলেই আপনারা অনেক বড় হবেন । জীবনে কখনো কষ্ট থাকবে, কখনো ভয়ে থাকবে, কখনো আতঙ্ক থাকবে। দিনশেষে আমাদের সত্যের ওপর প্রতিষ্ঠিত থাকতে হবে। আল্লাহ যেন আমাদের সত্যের ওপর প্রতিষ্ঠিত রাখেন।

ইসলামি চিন্তাবিদ মাওলানা মোস্তাক ফয়েজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রফিকুল ইসলাম ফয়েজী। বিশেষ অতিথি ছিলেন শশীদল আলহাজ আবু তাহের কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন স্মরণ, গাজী রুবেল প্রমুখ।

সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা হবে

গণভোটের প্রচারে প্রাণ নেই, বিভ্রান্তিতে সাধারণ মানুষ

ভোট না থাকলেও প্রার্থী দিল চরমোনাই

কিশোর গ্যাং প্রধান সেনাবাহিনীর হাতে ধরা

মনোনয়ন ফিরে পেলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী মোবাশ্বের

রোহিঙ্গা ক্যাম্পে সেভ দ্য চিলড্রেনের বিশেষায়িত হাসপাতাল চালু

আমার হাঁস, আমার চাষ করা ধানই খাবে: রুমিন ফারহানা

রামগঞ্জে ঠিকাদারের গাফিলতিতে ধসে গেছে মাদরাসা ভবন

শহীদ তাহমিদের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শুরু খোকনের

চট্টগ্রামে তারেক রহমান, ৬ জনসভায় থাকবেন আজ