হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের জেরে ৪ পুলিশ সদস্য ক্লোজড

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের নগরের চট্টেশ্বরী সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের ঘটনায় চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে তাদেরকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) রাতে সিএমপির জনসংযোগ শাখার সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দায়িত্বে অবহেলার জন্য পুলিশ সদস্যদের প্রত্যাহার করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রত্যাহার হওয়াদের মধ্যে পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও তিনজন কনস্টেবল রয়েছেন। তারা চকবাজার থানা এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এর মধ্যে দুইজন চকবাজার থানার পুলিশ সদস্য। অন্য দুইজন কোন থানায় দায়িত্বরত ছিলেন তা জানা যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গত শনিবার সকালে নগরের চট্টেশ্বরীর বার্জার কালার পেইন্টস অফিসের সামনে হঠাৎ করে মিছিল বের করে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন। এসময় ককটেল বিস্ফোরণের আওয়াজ হয়। ওই চার পুলিশ সদস্য ওই এলাকায় টহল ডিউটিতে ছিলেন এবং মিছিল দেখলেও তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাননি।

পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিলের ভিডিও ছড়িয়ে পড়লে ঘটনাটি প্রকাশ্যে আসে। যদিও পুলিশ উপস্থিত হওয়ার পর ছাত্রলীগের নেতাকর্মীরা সেখান থেকে সরে যায়।

খালেদা জিয়ার সুস্থতা কামনায় পৈতৃক বাড়িতে দোয়া মাহফিল

শিক্ষকতার আড়ালে ছাত্রলীগ পুষছেন বেলাল মজুমদার

গ্রেপ্তার এড়াতে ছাত্রদল নেতার সঙ্গে চুক্তি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার!

ঈদগাঁওয়ে সমবায় কর্মকর্তার আত্মসাতের অর্থ জমার নির্দেশ

লটারির মাধ্যমে কুমিল্লার ১৮ থানায় নতুন ওসি

রামগঞ্জে এবার ভাতিজাদের হাতে চাচা খুন

নবীন সেনা কর্মকর্তাদের দায়িত্ববোধ, সততা, আত্মসম্মান ধরে রাখার আহ্বান

কুমিল্লা এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে অপসারণের দাবিতে মানববন্ধন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় চট্টগ্রামে ছাত্রদল-যুবদলের দোয়া মাহফিল

সন্দ্বীপের সেই প্রকৌশলীকে অবশেষে বদলি