হোম > সারা দেশ > চট্টগ্রাম

অন্য দল থেকে দিলে জনগণ মানবে না: হারুনুর রশিদ

রামগঞ্জে বিএনপির নমিনেশন

উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

ঢাকা দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাবেক কমিশনার হারুনুর রশিদ হারুন বলেছেন লক্ষ্মীপুর-১ রামগঞ্জ বিএনপির ঘাঁটি। এখানে বিএনপির ত্যাগী নেতাদের মধ্য থেকেই নমিনেশন দেয়া হবে। অন্য কোনো দল থেকে নমিনেশন দেয়া হলে এ এলাকার জনগণ তা মেনে নেবে না।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে রামগঞ্জ বিএনপি আয়োজিত রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

তিনি বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিমকে ইঙ্গিত করে বলেন, বিএলডিপির একজন নেতা নিজেকে ধানের শীষের প্রার্থী বলে ঘোষণা দিয়ে রামগঞ্জের জনগণকে বিভ্রান্ত করছে।

তিনি বলেন, এখানে অন্য কোনো দল থেকে মনোনয়ন দেয়া হলে এ এলাকার জনগণ তা মেনে নেবে না।

উল্লেখ্য যে দেশের ২৩৭টি আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হলেও লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনে এখনো কোন প্রার্থী ঘোষণা করা হয়নি। পৌর বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন মোল্লার সভাপতিত্বে ও সাবেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিরন ও প্রফেসর হারুনুর রশিদের যৌথ সঞ্চালনায় এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আবদুর রহিম, সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার পুত্র মাশফিকুল হক জয়, বিএনপি নেতা স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম ও পৌর বিএনপির সাবেক সভাপতি মাস্টার রফিক উল্লাহ, রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি ইসমাইল হোসেন বেঙ্গল, রামগঞ্জ পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আলমগীর হোসেন মিয়া, মো. আবুল হাশেম বিএ, আবুল খায়ের লেলিন, মনির হোসেন লিটন প্রমুখ।

লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

খালেদা জিয়া সামনে থাকলেও বাবলাকে মারতাম’ অডিওতে বড় সাজ্জাদ

‘নোয়াখালী বিভাগ চাই’ দাবিকে পূর্ণ সমর্থন করি: বুলু

আগামী নির্বাচন চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে: ডা. তাহের

কখনো ফোনে হুমকি, কখনো ফেসবুকে-তারপরই গুলি করে হত্যা

নিষেধাজ্ঞার মধ্যেই নাফাখুমে ১৭ পর্যটক: পা পিছলে একজন নিখোঁজ

নির্বাচন সামনে, এক হয়ে থাকতে হবে: নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি প্রার্থী

সৌদি প্রবাসী হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ

চৌদ্দগ্রামে অস্ত্রসহ স্বেচ্ছাসেবকলীগ নেতা নাছির গ্রেপ্তার

নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী: আমীর খসরু