চাঁদপুরের হাইমচরে চার দিন ধরে নিখোঁজ থাকা ইজিবাইক (অটো) চালক হোসেন মোহাম্মদ জাহাঙ্গীর (দুলাল) মেলকার (৪০)-এর অর্ধগলিত লাশ উপজেলা পরিষদ জামে মসজিদের ছাদ থেকে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উদ্ধার হয়েছে। তবে এ ঘটনাকে নিছক মৃত্যু মানতে নারাজ নিহত দুলালের পরিবার।
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে দুলালের স্ত্রী তামান্না বেগম এটিকে 'পরিকল্পিত হত্যাকাণ্ড' হিসেবে দাবি করেছেন এবং এর সুষ্ঠু তদন্তের দাবিও জানিয়েছেন।
তামান্না বেগম জানান, ২৭ অক্টোবর ফজরের নামাজের জন্য বাড়ি থেকে বের হওয়ার পর দুলাল আর ফেরেননি। চার দিন পর দুর্গন্ধ পেয়ে মসজিদের ছাদে তার অর্ধগলিত লাশ পাওয়া যায়। তার দাবি, লাশ দেখে স্পষ্ট এটি স্বাভাবিক মৃত্যু নয়।
পরিবার হত্যাকাণ্ডের সূত্র উদঘাটনের জন্য উপজেলা পরিষদের সিসি ক্যামেরার ফুটেজ দেখতে চাইলে প্রশাসনিক জটিলতা দেখা দেয়। স্ত্রী তামান্না বেগমের অভিযোগ, নিখোঁজ ডায়েরির কপি চাওয়া হলেও থানা কর্তৃপক্ষ তা সরবরাহ করেনি। এমনকি ওসি মন্তব্য করেন, "তুমি ভিডিও দেখে কী করবা। মসজিদে একসাথে একাধিক লোকই ঢুকতে পারে, তুমি কাকে সন্দেহ করবা তখন।" প্রশাসনের এমন ভূমিকা তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।
অন্যদিকে, হাইমচর থানা পুলিশ প্রাথমিকভাবে এটিকে অসুস্থতাজনিত মৃত্যু বলে ধারণা করছে। অতিরিক্ত পুলিশ সুপার চাঁদপুর সদর সার্কেল ও হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, দুলালের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
নিহত দুলালের পরিবার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীকে খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আকুল আবেদন জানিয়েছে।