হোম > সারা দেশ > চট্টগ্রাম

দাউদকান্দিতে আন্তঃজেলা ঢাকাত চক্রের সর্দারসহ গ্রেপ্তার ৭

উপজেলা প্রতিনিধি, (দাউদকান্দি) কুমিল্লা

ছবি: আমার দেশ।

দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজারে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা সক্রিয় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি, দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

শুক্রবার দিবাগত রাত ১টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ইলিয়টগঞ্জের লক্ষীপুর গ্রামের সড়কের মাথা এলাকায় অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে নীল-হলুদ রংয়ের রেজিস্ট্রেশন নম্বরবিহীন একটি পিকআপসহ ডাকাত দলের ৭ সদস্যকে আটক করা হয়। তবে আরো ৭-৮ জন ডাকাত পালিয়ে যায়। পরবর্তীতে, আটককৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ডাকাত চক্রের সর্দার মোঃ সাদ্দাম হোসেনের বসতঘর থেকে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)এম আব্দুল হালিম জানান, এ ঘটনায় দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারা ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক ডাকাতদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, ময়মনসিংহ, গাজীপুর, চাঁদপুর ও লক্ষীপুর জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—১. মোঃ সাদ্দাম হোসেন (৩২), দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের টামটা গ্রামের মৃত ওয়াদুদ মিয়া ছেলে, ২. মোঃ সুমন (৩০), কুমিল্লা কোতয়ালী উপজেলার আলেখারচর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে, ৩. মোঃ দুলাল মিয়া (২৮),কুমিল্লার বুড়িচং উপজেলার আলতাব আলীর ছেলে,৪.মোঃ সোলেমান রুবেল (৩৫),ফেনী জেলার সদর উপজেলার রামপুর গ্রামের আবুল কাসেমের ছেলে,৫. ফকির আহমেদ আলাউদ্দিন (৫৫),নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার রামেশ্বরপুর গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে,৬. মামুনুর রশিদ সোহাগ (৩৫), লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার চর আবাবিল গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে ও ৭. মোঃ শাহীন (২৫),ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বজলু বাজার গ্রামের শাহজাহানের ছেলে৷

ঢাকার পর কুমিল্লায় মনোনয়নপত্র নিলেন আসিফ মাহমুদ

থানা থেকে লুট করা অস্ত্র উদ্ধার না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: বিএনপি প্রার্থী

অদুদ চৌধুরীর অবদান রাউজানের মানুষ মনে রাখবে: গিয়াস কাদের

মিয়ানমারে ডিজেল ও সিমেন্ট পাচারকালে বোটসহ আটক ১১

সীতাকুণ্ডে বিএনপির প্রার্থী পরিবর্তন, মনোনয়ন পেলেন আসলাম চৌধুরী

উখিয়ায় ঝরে পড়া শিশুদের জন্য নূরানী ও এতিমখানা উদ্বোধন

সন্দ্বীপে ফসল রক্ষার অজুহাতে পাখিদের নির্বিচারে হত্যা

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে দোকানের কর্মচারীর মৃত্যু

সেন্টমার্টিনগামী জাহাজে আগুন, ঘুমন্ত কেবিন বয় নিহত

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে গেছে হাসপাতাল ও ৫ বাড়ি