হোম > সারা দেশ > চট্টগ্রাম

দেবিদ্বারে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)

কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. তুহিন (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে ছোট আলমপুর উত্তর পাড়ার মো. ফারুক হোসেনের মেজো ছেলে।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় পৌর এলাকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর উত্তর পাড়ার বাচ্চু মিয়ার বাড়ির মো. ফারুক হোসেনের মেজো ছেলে মো. তুহিন পেশায় দোকান কর্মচারী। প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়িতে যায়। পরে বাড়ির পাশে বন্ধুদের সাথে ব্যাডমিন্টন খেলে। খোলা শেষ হলে বাড়িতে গিয়ে রাতের খাবার খেয়ে ঘুমাতে যায়। এ সময় তার রুমের ফ্যানের লাইন নষ্ট দেখে তা মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় তুহিন। পরে স্বজনরা দ্রুত দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাবা মো. ফারুক হোসেন বলেন, তুহিন রাতে ঘুমাতে গিয়ে দেখে তার রুমের ফ্যান চলে না। একপর্যায়ে দেখে বিদ্যুতের তার ছিঁড়ে পুরো ঘরে আর্থিং হয়ে আছে। এ সময় সে লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলে আমার ছেলে আর নেই।

এ ব্যাপারে দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাঈনউদ্দিন বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ আমরা পাইনি। খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

আমির খসরু ও তার স্ত্রীর সম্পদের পরিমাণ ২১ কোটি, নগদ টাকা ৩ কোটি

সেই জসিমের নগদ অর্থ মাত্র ১৫ কোটি টাকা, স্ত্রীর ১৪ লাখ

চট্টগ্রামে জলাতঙ্ক নির্মূলে ১৫ হাজার কুকুরকে টিকা

কুতুব‌দিয়ায় তুচ্ছ বিষয়ে চাচাতো বোনকে হত্যা

চট্টগ্রামে সবচেয়ে ধনী প্রার্থী বিএনপির, গরিব জামায়াতের প্রার্থী

চসিকের সাবেক কাউন্সিলর সুমন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

ধানমন্ডিতে ৫টি ফ্ল্যাট ও ৫ কাঠা জমির মালিক ব্যারিস্টার রুমিন, নগদ অর্থ কত?

সাতকানিয়ায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

৪৫৭ কোটি টাকার মালিক আসলাম চৌধুরীর ঋণ ১৭০০ কোটি

চাঁদপুরে অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মনোনয়নপত্র দাখিল