হোম > সারা দেশ > চট্টগ্রাম

আলুটিলায় স্কুলশিক্ষিকাকে ধর্ষণ, লিটন ত্রিপুরা আটক

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্র তারেংয়ে বন্ধুর সাথে বেড়াতে গিয়ে চাকমা সম্প্রদায়ের এক স্কুলশিক্ষিকাকে (২৯) অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধর্ষক লিটন ত্রিপুরা (২৪)-কে আটক করা হয়েছে। এ ঘটনায় ধর্ষিতা স্কুলশিক্ষিকা নিজে বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় মামলা দায়ের করেছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের আলুটিলা পর্যটন কেন্দ্রের তারেং এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষক লিটন ত্রিপুরা (২৪) খাগড়াছড়ি সদরের মহালছড়া গোলাবাড়ী এলাকার বাচ্চুরাম ত্রিপুরার ছেলে।

ভুক্তভোগী ও এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন খাগড়াছড়ি সদরে এক বান্ধবীর গায়ে হলুদের অনুষ্ঠানে এসেছিলেন। সেখান থেকে স্কুলজীবনের বন্ধু মো. আরিফুল ইসলামের মোটরসাইকেলে ঘুরতে বের হন স্কুলশিক্ষিকা। একপর্যায়ে লিটন ত্রিপুরা মোটরসাইকেল নিয়ে তাদের পিছু নেয়। তারা রাতে সাড়ে ৮টার দিকে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের আলুটিলা পর্যটন কেন্দ্রের তারেং এলাকায় পৌঁছালে তাদের গতিরোধ করে জোরপূর্বক মো. আরিফুল ইসলামের মোটরসাইকেলের চাবি নিয়ে যায়। এ সময় বাঙালি ছেলের সাথে ঘুরতে আসায় তাকে হুমকি দেয় এবং তার কাছে রিভলবার আছে দাবি করে চুপচাপ থাকতে বলে। একপর্যায়ে তারেংয়ের পাশের জঙ্গলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। ধর্ষণ শেষে তার কাছে দশ হাজার টাকা চাঁদা দাবি করে লিটন ত্রিপুরা। পরে তার বন্ধু মো. আরিফুল ইসলামকে বিষয়টি জানালে সে টাকা নিয়ে আসার কথা বলে কৌশলে সেনাবাহিনীকে খবর দেয়। সেনাবাহিনী ঘটনাস্থল থেকে ধর্ষক লিটন ত্রিপুরাকে আটক করে। পরে তাকে মাটিরাঙ্গা থানায় সোপর্দ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তফিকুল ইসলাম তৌফিক বলেন, ভিকটিম নিজে বাদী হয়ে লিটন ত্রিপুরার বিরুদ্ধে রাতে মাটিরাঙ্গা থানায় মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে সেনাবাহিনীর সহায়তা ধর্ষককে আটক করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হবে।

চট্টগ্রামে সবচেয়ে বেশি নগদ অর্থ দেখিয়ে সেই জসীমই এবার নির্বাচনি মাঠে

চট্টগ্রামে জলাতঙ্ক নির্মূলে ১৫ হাজার কুকুরকে টিকা

কুতুব‌দিয়ায় তুচ্ছ বিষয়ে চাচাতো বোনকে হত্যা

চট্টগ্রামে সবচেয়ে ধনী প্রার্থী বিএনপির, গরিব জামায়াতের প্রার্থী

চসিকের সাবেক কাউন্সিলর সুমন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

ধানমন্ডিতে ৫টি ফ্ল্যাট ও ৫ কাঠা জমির মালিক ব্যারিস্টার রুমিন, নগদ অর্থ কত?

সাতকানিয়ায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

৪৫৭ কোটি টাকার মালিক আসলাম চৌধুরীর ঋণ ১৭০০ কোটি

চাঁদপুরে অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মনোনয়নপত্র দাখিল

বাড়ি-গাড়ি নেই জামায়াত প্রার্থী আনোয়ার ছিদ্দিকের