ত্রয়োদশ নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং সারাদেশের মানুষ গণভোটে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে। সব দেশপ্রেমী মানুষ এবার নির্বাচনে ভোটও দিবে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে মাদারীপুর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের জন্য নির্মাণাধীন আবাসিক ভবন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, দীর্ঘ ১৫ বছর দেশের মানুষ স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার জনগণ ভোটাধিকার প্রয়োগ করবে। সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একই সঙ্গে জুলাই সনদ নিয়েও জনগণ তাদের মতামত প্রকাশ করবে।
তিনি বলেন, দেশপ্রেমিক কোনো মানুষই নির্বাচন বর্জন করবে না। সবাই এই নির্বাচনে সমর্থন জানাবে। তবে কিছু মানুষ রয়েছে যারা অন্তর্ঘাত ও ষড়যন্ত্র সৃষ্টির চেষ্টা করতে পারে। বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবে।
এসময় মাদারীপুর জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমান, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব,মাদারীপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী বাদল কীর্তনিয়া,মাদারীপুর পৌর নির্বাহী কর্মকর্তা খন্দকার আবু আহমদ ফিরোজ ইলিয়াস,সদর উপজেলা প্রকৌশলী মনোয়ার হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।