গাজীপুরে ভূমিকম্পের সময় বিভিন্ন শিল্পকলা কারখানায় আতঙ্কিত শ্রমিকরা তাড়াহুড়ো করে নামতে গিয়ে শতাধিক শ্রমিক আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার ওসি আব্দুল বারিক জানান, ভূমিকম্পের সময় শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ড্যানি ম্যাক গার্মেন্টসের কয়েক হাজার শ্রমিক একযোগে কারখানার বিভিন্ন তলা থেকে থেকে নামার চেষ্টা করেন। এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে শ্রমিকরা পদদলিত হয়ে অন্তত শতাধিক শ্রমিক আহত হয়েছেন।
স্থানীয় ও কারখানার শ্রমিকরা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে অটোরিকশা, গাড়ি বা সিএনজিতে হাসপাতালে পাঠিয়েছেন। এর মধ্যে কয়েকজন শ্রমিক অচেতন হয়ে পড়েন বলেও উদ্ধারকারীরা জানান।