নারায়ণগঞ্জের ফতুল্লায় অন্যের পরিচয়পত্র ব্যবহার করে পাসপোর্ট করতে এসে আটক হয়েছেন এক রোহিঙ্গা যুবক। আটক ওই যুবকের নাম রাইয়াস। তিনি ২০১৭ সালের ৯ সেপ্টেম্বর বাংলাদেশে প্রবেশ করেন।
মঙ্গলবার ফতুল্লার সাইনবোর্ড এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাকে আটক করে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়।
নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক শামীম আহমেদ বলেন, পাসপোর্ট আবেদনের সময় ওই যুবক নিজেকে মো. জামাল শেখ নামে পরিচয় দেন। তিনি যে তথ্যগুলো ব্যবহার করেন, সেগুলো অনুযায়ী তার পিতার নাম মো. মুন্নু শেখ, মায়ের নাম রুনা বেগম এবং জন্ম তারিখ ২২ জুন ২০০২। জাতীয় পরিচয়পত্র নম্বর দেখানো হয় ১৯৫৯৩৪৪৮৮৬। ঠিকানা দেওয়া হয় গোপালগঞ্জ সদর উপজেলার পশ্চিম পাড়া এলাকার ভূবশী, ডুবশী গ্রাম। জন্মস্থানও উল্লেখ করা হয় গোপালগঞ্জ।
তবে আবেদনের কাগজপত্র যাচাইয়ের একপর্যায়ে তার চেহারা জাতীয় পরিচয় পত্রের ছবি সাথে অমিল দেখে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে বিস্তারিত অনুসন্ধানে রোহিঙ্গা ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করা হলে তার আসল পরিচয়পত্র পাওয়া যায়।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক স্বীকার করেছেন যে তিনি রোহিঙ্গা নাগরিক এবং অবৈধভাবে অন্যের জাতীয় পরিচয়পত্রের তথ্য ব্যবহার করে বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার চেষ্টা করেছিলেন।