কিশোরগঞ্জের কুলিয়ারচরের সিনিয়র সাংবাদিক, দি ডেইলি ভয়েজ অব এশিয়া পত্রিকার কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি আহমেদ ফারুকের দাফন সম্পন্ন হয়েছে।
১৯ জানুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের আরব আলী চকবাজারে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম, কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজি মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম আলী,
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক অ্যাভোকেট মো. শাহ আলম, উপজেলা বিএনপির প্রচার ও মিডিয়া সম্পাদক মো. কামরুল ইসলাম মুছা, ছয়সূতী ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন মুর্শেদী, সাংবাদিক মোহাম্মদ কাইসার হামিদ,
মো. হারুন চৌধুরী, মো. নাইমুজ্জামান নাঈম, মো. মাইন উদ্দিন, মো. আরিফুল ইসলাম, মো. সবুজ মিয়া, মো. লোকমান হোসেন সহ স্থানীয় সাংবাদিকসহ স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।
আহমেদ ফারুক রোববার বেলা ৩টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে পাঁচ ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য সহকর্মী, আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার কর্মময় জীবনে তিনি জাতীয় দৈনিক বাংলাবাজার, দৈনিক যায়যায়দিন, দি ডেইলি নিউজ টুডে পত্রিকাসহ আরো একাধিক জাতীয় দৈনিক ও ইংরেজি পত্রিকায় কাজ করেছেন।