হোম > সারা দেশ > ঢাকা

শেখ মুজিবের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচার শুরু বহিষ্কৃত বিএনপি নেতার

উপজেলা প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ)

ভেতরে প্রবেশের অনুমতি না পাওয়ায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের কবরের গেটে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে তার কবর জিয়ারত করেছেন গোপালগঞ্জ-৩ সংসদীয় আসন (টুঙ্গিপাড়া–কোটালীপাড়া) থেকে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শেখ মুজিবুর রহমানের কবরের ৩ নম্বর গেটে এ ঘটনা ঘটে। সেখান থেকেই তিনি তার নির্বাচনি প্রতীক ফুটবল মার্কা নিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করেন।

হাবিবুর রহমান গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। প্রার্থিতা প্রত্যাহার না করায় বুধবার (২১ জানুয়ারি) রাতে বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়।

শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারতের পর স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান হাবিব টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্বর ও পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় গণসংযোগ ও প্রচার চালান। এ সময় তিনি সাধারণ মানুষের কাছে ভোট ও সমর্থন চান এবং নিজের রাজনৈতিক লক্ষ্য ও অঙ্গীকার তুলে ধরেন।

এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে হাবিবুর রহমান হাবিব বলেন, “গোপালগঞ্জ-৩ সংসদীয় আসন (টুঙ্গিপাড়া–কোটালীপাড়া) বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন। এই আসনের মাটিতেই শায়িত আছেন স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান”। এই মহামানবের প্রতি গভীর শ্রদ্ধা রেখেই আমি আমার নির্বাচনি প্রচার শুরু করেছি।

তিনি বলেন, “উপজেলা প্রশাসনের অনুমতি না পাওয়ায় তার সমাধিসৌধের ভেতরে প্রবেশ করে কবর জিয়ারত করতে পারিনি। তাই বাধ্য হয়ে গেটের বাইরে দাঁড়িয়েই কবর জিয়ারত করেছি।”

তিনি বলেন, আমি এলাকার মানুষের জন্য রাজনীতি করতে চাই, তাদের কল্যাণের জন্য কাজ করতে চাই। সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার থেকে মানুষের পাশে দাঁড়ানোই আমার রাজনীতির মূল লক্ষ্য।

তারেক রহমানের জনসভায় আসার পথে অসুস্থ হয়ে হাসপাতালে ফজলুর রহমান

ধামরাইয়ে ‘মুসলিম গৃহবধূ’ ধর্ষণের ঘটনা নিয়ে যা জানাল পুলিশ

মুন্সীগঞ্জে নির্বাচনি প্রচারে বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ

মাদারীপু‌রে বিএন‌পির ৩ বি‌দ্রোহী বহিষ্কার

দুই যুগ পর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে গরুর হাট উচ্ছেদ

রূপগঞ্জে জিয়াউল আহসানের ভবনের ফ্ল্যাট সিলগালা

ক্ষমতার ভারসাম্যের জন্য গণভোটে ‘হ্যাঁ’ -তে সিল দিন: পরিবেশ উপদেষ্টা

এনসিপির সারোয়ার তুষারের আসনে মনোনয়ন প্রত্যাহার করেনি জামায়াত

গোয়ালন্দে পুলিশের অভিযানে ১২ আসামি গ্রেপ্তার

সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক