হোম > সারা দেশ > ঢাকা

আ.লীগের লকডাউনে শিশুদের দিয়ে করা হচ্ছে মানবঢাল

জেলা প্রতিনিধি, ফরিদপুর

কার্যক্রম নিষিদ্ধঘোষিত ঘোষিত আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে দেশীয় অস্ত্র হাতে মহাসড়ক অবরোধ করতে দেখা গিয়েছে। যার সামনে মানবঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে শিশুদের। অবরোধ চলাকালে শিশুদেরও দেশীয় অস্ত্র রামদাসহ লাঠিসোঁটা হাতে সড়কে অবস্থান করতে দেখা যায়। সময় মহাসড়কে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায়।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শুয়াদী বাসস্ট্যান্ড এলাকায় এই অবরোধ করা হয়। জানা যায়, প্রায় সকাল দশটা পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত ছিল। জেলা যুবলীগ নেতা দেবাশীষ নয়নকে তার ফেসবুকে লাইভ করতে দেখা যায়। এবং অন্য একটি স্থান থেকে নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ জেলা যুবলীগ নেতা কাউসার আহমেদকে পৃথক একটি মিছিলে লাইভ করতে দেখা যায় ।

আলগি ইউনিয়নের মিছিলটিতে অর্ধশতাধিক স্থানীয় নেতাকর্মী দেশীয় অস্ত্র, রামদা, ঢাল-সরকি হাতে মহাসড়কে অবস্থান করছেন। এ সময় নারীদের পাশাপাশি অন্ততপক্ষে ১০ জন শিশু হেলমেট মাথায় ও লাঠিসোঁটা হাতে সড়কে অবস্থান করে, তাদের মধ্যে একটি শিশুর হাতে রামদা নিয়ে স্লোগান দিতে দেখা যায়। এ সময়ে সড়কে তীব্র যানজটের যানজটের সৃষ্টি হয়।

এছাড়াও ভাঙ্গার পুকুরিয়াসহ আরো কয়েকটি জায়গা থেকে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের ভিডিও ফেসবুকে আপলোড করতে দেখা গিয়েছে ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি সবুজ মোল্লাকে।

এ বিষয়ে বক্তব্য নেয়ার জন্য ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ এর ব্যবহৃত সরকারি মোবাইল ফোন নাম্বারে একাধিকবার ফোন করা হলে তিনি কলটি কেটে দেন। পরবর্তীতে ভাঙ্গা সার্কেল এএসপির সরকারি মোবাইল ফোন নাম্বারে একাধিকবার কল করা হলে তিনি কলটি রিসিভ করেননি।

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন স্মরণ

‘লকডাউন’ প্রতিরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জামায়েতের অবস্থান

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বাচ্ছন্দ্যে চলছে যানবাহন

ভাঙ্গায় মাঠে নেই আ.লীগের নেতাকর্মীরা, যানবাহন চলাচল স্বাভাবিক

মানিকগঞ্জে আ.লীগের লকডাউনের বিরুদ্ধে জামায়াত ও শ্রমিক দলের অবস্থান কর্মসূচি

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে আ.লীগের ব্যারিকেড সরালো বিএনপির নেতাকর্মীরা

মিছিল শেষে ফেরার পথে তিন আ.লীগ নেতাকে পুলিশে দিলো বিএনপি নেতারা

ভাঙ্গা–ঢাকা এক্সপ্রেসওয়ে অবরোধ করে চিনির ট্রাকে আগুন

পদ্মায় ধরা পড়লো ২৪ কেজি কাতল, দাম ৬৪ হাজার ৮০০

প্রচারে এগিয়ে ইসলামি দলগুলো পিছিয়ে বিএনপি