হোম > সারা দেশ > ঢাকা

শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ইটভাটা, শ্বাসকষ্টে ভুগছে শিক্ষার্থীরা

প্রতিনিধি, কিশোরগঞ্জ ও নিকলী

কিশোরগঞ্জের নিকলী উপজেলার কুর্শা গ্রামে অনুমোদনহীন ইটভাটার কারণে দূষিত হচ্ছে পরিবেশ। এসব ইটভাটার ধোঁয়া, গ্যাস, ধুলায় শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ ।

সরজমিনে দেখা যায়, কুর্শা গ্রামে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইবনে তাইমিয়া দাখিল মাদরাসা, মাদরাসাতুল রিদওয়ান কওমি মাদরাসা ও এতিমখানা, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আবাসিক কুর্শা আদর্শ এতিমখানা । এসব শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন রয়েছে জাফর আলী মেম্বারের ‘মেসার্স কামাল ব্রিকস’। এ ইটভাটার পাশেই রয়েছে মো. রূপালীর মালিকানাধিন ‘মেসার্স আলতাফ ব্রিকস’। রূপালীর ছেলে ইমরুল হাসান উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। এছাড়া তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হকের ভগ্নিপতি কামাল হোসেন ও তার বিয়াই জহিরুল হকের সঙ্গে ব্যবসায় জড়িত।

মেসার্স আলতাফ ব্রিকসের বৈধ কোনো কাগজপত্র না থাকায় গত ২৭ মার্চ পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত ইটভাটাটির চিমনি গুঁড়িয়ে ইটপোড়ানো কার্যক্রম বন্ধ করে দেয়। অথচ কামাল ব্রিকস ভাটার বিরুদ্ধে দখল, দূষণ ও অনুমোদনহীনতার একাধিক অভিযোগ থাকলেও এখনও কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

দশম শ্রেণির শিক্ষার্থী চম্পা আক্তার জানান, এই ভাটার কালো ধোঁয়া এসে শ্রেণিকক্ষে ঢুকে পরিবেশ নষ্ট করছে। এতে আমাদের শ্বাস নিতে কষ্ট হয়। আমরা মারাত্মক ঝুঁকিতে রয়েছি।

ইবনে তাইমিয়া দাখিল মাদরাসা ও মাদরাসাতুল রিদওয়ানের কয়েকজন শিক্ষার্থী বলেন, আমাদের মাদরাসার ঠিক পাশেই ইটভাটার কাজ চলছে। এর ধোঁয়া আর ধুলা ক্লাসের ভেতরে ঢুকে যায়। শ্বাস নিতে কষ্ট হয়। ভাটাটি বন্ধ হলে আমরা সুন্দর পরিবেশে লেখাপড়া করতে পারবো।

মাদরাসাতুল রিদওয়ানের শিক্ষক মাওলানা নাছির উদ্দিন রুবেল বলেন, দিনভর ধোঁয়া, শব্দ আর শ্রমিকদের হৈহুল্লোড়ের কারণে ক্লাস নিতে কষ্ট হয়। ভাটার লোকজন আমাদের জমির একাংশও দখল করেছে। এটি বন্ধের জন্য আমরা শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকগণ গত বছরের ২২ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছি। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছি। পরিবেশ সচিব বরাবর অভিযোগ দিয়েছি। কিন্তু অজানা কারণে আজ পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়নি প্রশাসন।

কুর্শা গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, শিশুরা ঠিকমতো পড়তে পারে না। ধোঁয়ায় নিশ্বাস নিতে কষ্ট হয়। প্রভাবশালীদের কারণে প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না। এখনও প্রতিদিন ফসলি জমির মাটি ইটভাটায় যাচ্ছে। এতে জমির পরিমাণ কমছে। ধোঁয়া আর ধুলায় ফসল নষ্ট হচ্ছে, পরিবেশও খারাপ হচ্ছে।

ইটভাটার ১০০ মিটারের মধ্যে বসবাস করা এক নারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ইট পোড়ানোর ধোঁয়ায় আমরা শ্বাসকষ্টে ভুগছি। আমাদের বাড়িতে কোনো গাছে ফল ধরে না। আমরা এখন ভাতের সঙ্গে ধুলা খাই। ইটের ধুলায় আমাদের বাড়ি নষ্ট হচ্ছে। আমরা ভাত খাই না ইটের লাল ধুলা খাই।

নিকলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবু সিদ্দিক আমার দেশকে জানান, প্রাথমিক বিদ্যালয়ে দুপাশে দুটি ইটভাটা রয়েছে, ইটের ভাটাগুলো শিক্ষার্থীদের ক্ষতির কারণ এবং পরিবেশ দূষণের কারণ এগুলো না থাকাই শ্রেয়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

টঙ্গীতে বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

নাগবাড়ীতে গণপিটুনিতে যুবক নিহত

গাজীপুরে মাদক ব্যবসায়ীদের হামলায় চার পুলিশ সদস্য আহত, গ্রেপ্তার ১০

ধানের শীষ কেড়ে নিতে বিএনপির বিদ্রোহী এখন জামাল চৌধুরী

গোয়ালন্দ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জিয়াউর রহমানের পর এবার খালেদা জিয়ার জানাজায় মাদারীপুরের ১১০ বছরের বৃদ্ধ

জামাই মেলা এখন মাছের মেলা, কোটি টাকার বেচাকেনা

ছিনতাইকারীকে চিনে ফেলায় ওষুধ ব্যবসায়ীর শরীরে আগুন, লড়ছেন মৃত্যুর সঙ্গে

জাসাস নেতাকে হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

গোয়ালন্দ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি দাবি