মুন্সীগঞ্জের গজারিয়া থেকে শীর্ষ সন্ত্রাসী আমজাদ হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে স্থানীয়দের সহায়তায় মাথাভাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার আলম আজাদ জানান, আমজাদ পুলিশের তালিকাভুক্ত একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, নারী ও শিশু নির্যাতন, অস্ত্র এবং মাদক নিয়ন্ত্রণ আইনসহ মোট ১৫টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানাও জারি ছিল।
পুলিশ সূত্রে আরও জানা যায়, রাজনৈতিক পট পরিবর্তনের পর আমজাদ এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে সে এলাকায় ফিরে এলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।