হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আবারো প্রকাশ্যে আইন অমান্যের দৃষ্টান্ত স্থাপন করেছে। গাজীপুরের শ্রীপুর উপজেলায় ব্যস্ত ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে সংগঠনটির ব্যানারে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। এ ঘটনায় প্রশ্ন উঠেছে আইনশৃঙ্খলা রক্ষার বিষয়টি নিয়ে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মো. সিরাজুল ইসলামের নির্দেশে শ্রীপুর উপজেলা ছাত্রলীগ “নৌকা ছাড়া নির্বাচন বর্জন করুন” লেখা ব্যানারে শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৩টার দিকে পুষ্পদাম রিসোর্টের সামনে মিছিল করে। এতে প্রায় অর্ধশতাধিক নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মী অংশ নেয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে শ্রীপুর উপজেলা ছাত্রলীগের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সোহেল সরকারকে প্রকাশ্যে মিছিলের নেতৃত্ব দিতে দেখা যায়। নিষিদ্ধ ঘোষণার পরও এভাবে প্রকাশ্য সড়কে ব্যানার, স্লোগান ও দলীয় পরিচয়ে কর্মসূচি পালনের বিষয়টি সরাসরি আইন লঙ্ঘনের শামিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, সরকার ঘোষিতভাবে ছাত্রলীগ বর্তমানে একটি অবৈধ ও নিষিদ্ধ সংগঠন। প্রচলিত আইন অনুযায়ী নিষিদ্ধ কোনো সংগঠনের নামে মিছিল, সমাবেশ কিংবা রাজনৈতিক কর্মসূচি সম্পূর্ণ বেআইনি। তারপরও এমন কর্মকাণ্ড প্রশাসনের নজরদারি ও আইন প্রয়োগের সক্ষমতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমেদ বলেন, পুষ্পদাম রিসোর্ট শ্রীপুর থানার আওতাভুক্ত নয় এবং বিভিন্ন সূত্র থেকে স্থান ও সময় নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।

সচেতন মহলের মতে, নিষিদ্ধ সংগঠনের নামে প্রকাশ্য কর্মসূচি অব্যাহত থাকলে তা শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্যই হুমকি নয়, বরং রাষ্ট্রীয় সিদ্ধান্তের প্রতিও প্রকাশ্য অবজ্ঞার বার্তা দেয়। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সময়োপযোগী ও দৃশ্যমান ব্যবস্থা না নিলে ভবিষ্যতে তা আরও উদ্বেগজনক রূপ নিতে পারে।

গোপালগঞ্জে বিএনপি প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর ৪ সমর্থক আহত

খেলাফত প্রার্থীর গাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি সাবেক ছাত্রদল নেতার

গোয়ালন্দে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে পা বিচ্ছিন্ন যুবকের

কোটালীপাড়া সাংবাদিক ফোরামের দায়িত্বে জুয়েল-কালাম

পেট্রলপাম্পের কর্মচারীকে গাড়িচাপায় হত্যা: গ্রেপ্তার মালিক ও চালক

স্বতন্ত্র প্রার্থী ড. গোবিন্দ চন্দ্র প্রামাণিকের মনোনয়ন বৈধ ঘোষণা

মানিকগঞ্জে গ্যাস না দিয়েই ৪০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে তিতাস

পাম্পকর্মী রিপন সাহাকে গাড়িচাপায় হত্যা, যুবদলের সাবেক নেতা গ্রেপ্তার

এনজিও থেকে ঋণ নেওয়াকে কেন্দ্র করে মা-মেয়ে হত্যা

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান হাসনাত আবদুল্লাহর