হোম > সারা দেশ > ঢাকা

আ.লীগপন্থি ট্রাকশ্রমিকদের হামলায় ৭ বিএনপিকর্মী আহত

টঙ্গীতে চাঁদাবাজিতে বাধা

স্টাফ রিপোর্টার, টঙ্গী

গাজীপুরের টঙ্গীতে চাঁদাবাজিতে বাধা দেওয়ায় বিএনপির সাত নেতাকর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে আওয়ামীপন্থি গাজীপুর জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির নেতাদের বিরুদ্ধে। শনিবার স্থানীয় মেঘনা রোডের মা টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন জেলা ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন (৪৪), সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন সোহাগ ভাণ্ডারি (৪৫), সাংগঠনিক সম্পাদক ইউসুফ হোসেন (৪৪), বিএনপিকর্মী আবু সাইদ (৫৭), মহর আলী (৩০), ফারুক জোয়ার্দ্দার (৫২) এবং হেলাল উদ্দিন (৩২)।

ভুক্তভোগীরা জানান, গত কয়েকদিন ধরে গাজীপুর জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নামে চাঁদা উত্তোলন করছিল একটি চক্র। এর বিরোধিতা করে আসছিলেন স্থানীয় বিএনপি নেতাকর্মী ও গাজীপুর জেলা ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতির নেতারা।

গত বৃহস্পতিবার মিলগেটস্থ গাজীপুর জেলা ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতির অফিসে ঢুকে হুমকি দেন গাজীপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের (আওয়ামীপন্থি) সভাপতি আব্দুর রশিদ ভূঁইয়া। ওই ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগও করেন তারা।

একপর্যায়ে শনিবার ভোরে ইউনিয়নের শ্রমিক নেতা সেলিম ওরফে হাতি সেলিমের নেতৃত্বে সানাউল্লাহ, মারুফ, আইয়ুবসহ তিনটি ট্রাকে করে শতাধিক সন্ত্রাসী বিএনপি নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা তাদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে গুরুতর আহত সোহাগ ভান্ডারিকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ভুক্তভোগীদের দাবি, গাজীপুর জেলা ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক আজাদ হোসেন, শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রশিদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক শামসুল হক রানার নির্দেশে এ হামলা চালানো হয়। এই তিন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম ও আজমত উল্লা খানের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত।

এদিকে গাজীপুর জেলা ট্রাক-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রশিদ ভূঁইয়া বলেন, ঠিকাদার মালিক সমিতির লোকজন শনিবার ভোরে চালকদের কাছে চাঁদা চাইতে গেলে চালকরা দিতে অস্বীকার করেন। এ সময় তারা চালকদের মারধর করলে চালকরাও সংগঠিত হয়ে তাদের মারধর করেন।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

গোপালগঞ্জে এবার আনসার ব্যাটালিয়ান অ‌ফিস কম্পাউ‌ন্ডে কক‌টেল বি‌স্ফোরণ

অষ্টগ্রামে রাস্তা ছাড়াই ‘ভূতুড়ে’ সেতুতে চরম জনভোগান্তি

নরসিংদীতে যুবককে কুপিয়ে হত্যা

বিএনপি বিদ্রোহী প্রার্থীর পক্ষে আ. লীগ নেতাদের প্রকাশ্য তৎপরতা

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

পটিয়ায় বাসের ধাক্কায় নৌবাহিনীর কর্মকর্তা নিহত

ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি যোগ দিলেন জামায়াতে

মেম্বারের ছেলের হাঁস চুরির বিচার করায় তিনজনকে কুপিয়ে জখম

সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁওয়ে বিএনপির ২০ নেতা বহিষ্কার

এবার টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুরের কবরে গোবিন্দ প্রামানিক