হোম > সারা দেশ > ঢাকা

ইতালির উদ্দেশ্যে বাড়ি ছেড়ে ৮ মাস পর ফিরলেন লাশ হয়ে

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

বুক ভরা অনেক স্বপ্ন নিয়ে ভাগ্যের চাকা ঘোরাতে স্বপ্নের দেশ ইতালির উদ্দেশ্যে বাড়ি ছেড়েছিলেন মাদারীপুর জেলার শিবচরের যুবক সজিব সরদার (২৮)। প্রায় ৮ মাস পর বাড়ি ফিরলেন লাশ হয়ে।

বুধবার নিহতের লাশ বাড়ি পৌঁছালে শোকের ছায়া নেমে আসে আরেকবার। সজিবকে হারিয়ে ২ মাস ধরে নির্বাক মা-বাবা-বোনসহ স্বজনরা। অনেকদিন পরে এবার শেষ বারের মতো দেখার প্রতীক্ষার অবসান হলো যেন নিঃস্ব এই পরিবারের।

এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, অবৈধ পথে ইতালি যাওয়ার উদ্দেশ্যে স্থানীয় বোরহান বেপারী নামে এক দালালের মাধ্যমে গত বছরের অক্টোবরে বাংলাদেশ থেকে ইতালির উদ্দেশ্যে লিবিয়া পৌছায় শিবচরের নিলখী ইউনিয়নের বাগমারা এলাকার চান মিয়া সরদারের ছোট ছেলে সজিব সরদার। মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া এলাকার দালাল বোরহান বেপারীর মাধ্যমে ১৫ লাখ টাকা চুক্তিতে ইতালির নিয়ে যাওয়ার কথা বলে লিবিয়া নেয়। সেখান থেকে সরাসরি ইতালি নেয়ার জন্য গেম দেবার কথা বলে মাফিয়াদের কাছে বিক্রি করে দেয়। সেখানে দুই দফা বিক্রি করে সজিবকে। মারধর করে দফায় দফায় ৪৬ লাখ টাকা আদায় করে দালাল চক্র। দালালের গেম ঘরে গত ১৯ মার্চ মারা যায় সজীব।

নিহত সজীবের বোন শামীমা আক্তার বলেন, মারা যাওয়ার পর লিবিয়ার এক হাসপাতালের মর্গে ছিল সজিবের লাশ। আমরা লাশ দেশে আনার জন্য বিভিন্ন মাধ্যমে সাথে যোগাযোগ করি। দীর্ঘ প্রক্রিয়া শেষে প্রায় ২ মাসের মাথায় বুধবার সকালের ফ্লাইটে লাশ বাংলাদেশে আসে।

নিহতের বাবা চানমিয়া সরদার বলেন, আমার ছেলেকে ইতালি নেয়ার কথা বলে বোরহান দালাল লিবিয়া নিয়ে বিক্রি করে দেয়।দফায় দফায় ৪৬ লাখ টাকা নিলো। আমার সহায়-সম্পত্তিও গেলো, ছেলেও গেলো।

এ বিষয়ে অভিযুক্ত দালাল বোরহান বেপারীর সাথে যোগাযোগ করার চেষ্টা করেলেও তাকে পাওয়া যায়নি।

শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মো. শাজাহান মিয়া বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জয়-পরাজয় নির্ধারক হতে পারে আ.লীগের ভোট

হোসেনপুরে ‎তিন যুগেও হয়নি খালের ওপর সেতু

গোপালগঞ্জে এবার আনসার ব্যাটালিয়ান অ‌ফিস কম্পাউ‌ন্ডে কক‌টেল বি‌স্ফোরণ

অষ্টগ্রামে রাস্তা ছাড়াই ‘ভূতুড়ে’ সেতুতে চরম জনভোগান্তি

নরসিংদীতে যুবককে কুপিয়ে হত্যা

বিএনপি বিদ্রোহী প্রার্থীর পক্ষে আ. লীগ নেতাদের প্রকাশ্য তৎপরতা

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

পটিয়ায় বাসের ধাক্কায় নৌবাহিনীর কর্মকর্তা নিহত

ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি যোগ দিলেন জামায়াতে

মেম্বারের ছেলের হাঁস চুরির বিচার করায় তিনজনকে কুপিয়ে জখম