হোম > সারা দেশ > ঢাকা

সড়কে বালুবাহী ট্রাকের দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

মাদারীপুর জেলার শিবচরের সড়ক-মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে বালুবাহী ড্রাম ট্রাক। বেপরোয়া চলাচলের ফলে দুর্ঘটনা এবং প্রাণহানি। উপজেলার বিভিন্ন স্থানের নদ-নদী থেকে উত্তোলনকৃত বালু পরিবহন করে বিক্রির জন্য নানা স্থানে নেয়া হচ্ছে। এসব ড্রাম ট্রাকের চালকদের বেশির ভাগেরই নেই কোন লাইসেন্স। অনিয়ন্ত্রিত চলাচলের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দেখার যেন কেউ নেই।

সরেজমিনে শিবচরের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, এক্সপ্রেসওয়ের সংযোগ সড়ক দিয়ে একের পর এক ছুটে চলছে ড্রাম ট্রাক ও ট্রাক্টর। গাড়ি থেকে বালু,কাদা রাস্তায় পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটছে। বালু ও নদীর পাড়ের মাটি নিয়ে বেপরোয়া গতিতে ছুটে চলছে গন্তব্যে। সড়কে এ সকল যানবাহন চলাচলে অন্যান্য পরিবহন চলাচলও ব্যহত হতে দেখা যায়। নির্ধারিত গতিসীমা না মেনেই বেপরোয়া গতিতে এক্সপ্রেসওয়ে সংযোগ সড়কসহ গ্রামীণ সড়কেও দাপিয়ে বেড়াচ্ছে বালুবাহী এ সব গাড়ি!

শিবচরের পাঁচ্চর এলাকায় গত এক সপ্তাহে বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় ২ শিশুর মৃত্যু হয়েছে। পৃথক ঘটনায় নিহত দুই শিশুই নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছে।

গত শনিবার উপজেলার সন্ন্যাসী চর ইউনিয়নের চৌরাস্তা সংলগ্ন এক্সপ্রেসওয়ের পাশের সার্ভিস রোডে বালুবাহী ড্রাম ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনায় লিমন ব্যাপারী ও নয়ন নামে ২জনের মৃত্যু হয়।

মামুন নামক এক প্রত্যক্ষদর্শী জানান, 'বালুবাহী ড্রাম ট্রাকের বেপরোয়া গতিতে চালানোর কারণে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বালুবাহী ড্রাম ট্রাক বন্ধ করা উচিত, এদের কারণেই প্রায় দিনই বড় ধরনের দুর্ঘটনা ঘটছে '। এরা কোন নিয়মের তোয়াক্কা করে না।

সংযোগ সড়কে চলাচলরত ইজিবাইক মালিক মো. রহমান মুন্সী বলেন,'সংযোগ সড়কে বালু নিয়ে যাওয়া ড্রাম ট্রাকগুলো বেপরোয়া গতিতে চলাচল করছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত এসব ড্রাম ট্রাকের কারণে আমাদের সড়কে ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে। তাছাড়া বেশির ভাগ ট্রাক চালকের বয়স কম। লাইসেন্সও নাই।'

নাম প্রকাশে অনিচ্ছুক বালুবাহী একাধিক ট্রাক চালক বলেন,'আসলে বালু নিতে সিরিয়াল থাকে। বেশি ট্রিপ দিতে পারলে বেশি টাকা পাওয়া যায়। এজন্য দ্রুত গতিতে চালাতে হয় গাড়ি!'

জানতে চাইলে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. জহুরুল ইসলাম বলেন "আমরা তদন্ত করছি। তদন্ত করে এর ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে ট্র্যাফিক নিয়মের মধ্যে থেকে কাজ করতে হবে, যাদের ড্রাইভিং লাইসেন্স নেই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।যে সকল গাড়ির বৈধ কাগজপত্র নাই সে সকল গাড়ি রাস্তায় চলতে পারবে না"।

জয়-পরাজয় নির্ধারক হতে পারে আ.লীগের ভোট

হোসেনপুরে ‎তিন যুগেও হয়নি খালের ওপর সেতু

গোপালগঞ্জে এবার আনসার ব্যাটালিয়ান অ‌ফিস কম্পাউ‌ন্ডে কক‌টেল বি‌স্ফোরণ

অষ্টগ্রামে রাস্তা ছাড়াই ‘ভূতুড়ে’ সেতুতে চরম জনভোগান্তি

নরসিংদীতে যুবককে কুপিয়ে হত্যা

বিএনপি বিদ্রোহী প্রার্থীর পক্ষে আ. লীগ নেতাদের প্রকাশ্য তৎপরতা

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

পটিয়ায় বাসের ধাক্কায় নৌবাহিনীর কর্মকর্তা নিহত

ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি যোগ দিলেন জামায়াতে

মেম্বারের ছেলের হাঁস চুরির বিচার করায় তিনজনকে কুপিয়ে জখম