হোম > সারা দেশ > ঢাকা

বোয়ালমারীতে মহানবীকে নিয়ে কটুক্তি করায় বৃদ্ধ আটক

উপজেলা প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর)

ফরিদপুরের বোয়ালমারীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) নিয়ে কটুক্তি করায় লাল মিয়া (৮০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। লাল মিয়া উপজেলার ঘোষপুর ইউনিয়নের চরঘোষপুর গ্রামের মৃত আব্দুল হামিদ মোল্যার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সাতৈর হাটে পান ও ফল ব্যবসায়ী নাইমের দোকানের পাশে বসে লাল মিয়া মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। ঘটনাস্থলে উপস্থিত অনেকে এ ধরনের মন্তব্য শুনে ক্ষিপ্ত হয়ে পড়েন। পরে তিনি হাট থেকে পালিয়ে বাড়িতে আশ্রয় নেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী নাসিম রহমান বলেন, সাতৈর হাটে আমি নিজ কানে ওই বৃদ্ধকে মহানবীকে নিয়ে কটুক্তি করতে শুনেছি। পরে বিক্ষুব্ধ জনতা তার বাড়ি ঘেরাও করে। খবর পেয়ে পুলিশ এসে তাকে আটক করে। আমরা চাই, আদালতের মাধ্যমে তার কঠোর শাস্তি হোক যেন ভবিষ্যতে কেউ মহানবী বা অন্য কোনো ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করার সাহস না পায়।

শিলা হাটি গ্রামের ক্বারী মো. ছবির হোসেন বলেন, ধর্মপ্রাণ মুসলমানরা মহানবী ও ইসলামকে নিয়ে কটুক্তি মেনে নেবে না। আমরা আদালতের মাধ্যমে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

স্থানীয় ব্যবসায়ী নাইম জানান, তার দোকানের পাশে বসেই লাল মিয়া অপমানজনক মন্তব্য করেন। সে বলেছে, আমাদের নবী নাকি গান-বাজনা শুনতেন, এমনকি অশালীন নাচও উপভোগ করতেন। এ কথা শুনে বাজারের লোকজন উত্তেজিত হয়ে ওঠে।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, ঘটনার পর থানায় মামলা হয়েছে। দণ্ডবিধির ২৯৫/২৯৬ ধারায় আসামিকে আদালতে চালান করা হয়েছে।

টঙ্গীতে বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

নাগবাড়ীতে গণপিটুনিতে যুবক নিহত

গাজীপুরে মাদক ব্যবসায়ীদের হামলায় চার পুলিশ সদস্য আহত, গ্রেপ্তার ১০

ধানের শীষ কেড়ে নিতে বিএনপির বিদ্রোহী এখন জামাল চৌধুরী

গোয়ালন্দ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জিয়াউর রহমানের পর এবার খালেদা জিয়ার জানাজায় মাদারীপুরের ১১০ বছরের বৃদ্ধ

জামাই মেলা এখন মাছের মেলা, কোটি টাকার বেচাকেনা

ছিনতাইকারীকে চিনে ফেলায় ওষুধ ব্যবসায়ীর শরীরে আগুন, লড়ছেন মৃত্যুর সঙ্গে

জাসাস নেতাকে হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

গোয়ালন্দ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি দাবি