হোম > সারা দেশ > ঢাকা

বাসের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক-হেলপার নিহত, আহত ৩০ যাত্রী

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গা (ফরিদপুর)

ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার নওপাড়া এলাকায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন বাসের অন্তত ৩০ যাত্রী। শনিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদ শেখ (২৮) ও নবীন শেখ (২২) জেলার সদর কোতোয়ালি থানার কমলাপুর ধলার মোড় এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের এসআই মামুন জানান, নওপাড়া এলাকায় ফরিদপুরগামী বাস ও ভাঙ্গাগামী ইটভর্তি অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান পরিচালনা করেন। এ সময় ঘটনাস্থল থেকে ট্রাকচালক ও হেলপারের লাশ উদ্ধার করা হয়। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে দুর্ঘটনায় মহাসড়কের দুপাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সড়ক থেকে সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়। আইনি ব্যবস্থা গ্রহনের মধ্য দিয়ে লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল আলিম।

গুরুতর আহত ট্রাকের আরেক হেলপার রহমান জানান, ভোরে ট্রাকে ইট লোড করে বসে থাকি। ট্রাকের মূল চালক আসতে বিলম্ব হওয়ায় আমরা হেলপার দিয়ে ট্রাক চালিয়ে ইট আনলোড করতে ভাঙ্গায় আসার পথে দুর্ঘটনার শিকার হয়েছে।

মেজর আখতারের নেতৃত্বে বিএনপিসহ ২ শতাধিক মানুষের জামায়াতে যোগদান

‘হ্যাঁ’ ভোটের পক্ষে খুতবায় বয়ানের আহ্বান

মানিকগঞ্জ-৩ আসনে পুরোদমে নির্বাচনি প্রচারে বিএনপির প্রার্থী

ছাত্রসমাজ আর কোনো ফ্যাসিবাদ মেনে নেবে না : সাবেক শিবির সভাপতি

মহাসড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই সংস্কারকাজ

জনসভায় চেয়ারে বসা নিয়ে বিএনপি-যুবদলের সংঘর্ষে আহত ৩০

কেরাণীগঞ্জে বিএনপির ৩ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

১১ দলীয় জোট ছাড়ার কারণ জানালেন চরমোনাই পীর

‘হ্যাঁ’ ভোট দিলে নাগরিক অধিকার সুরক্ষিত থাকবে: প্রেস সচিব

গোপালগঞ্জ-১ আসনে কারাগার থেকে ভোটের লড়াই দুই প্রার্থীর