হোম > সারা দেশ > ঢাকা

বিদেশি নম্বর থেকে জাজিরা থানার ওসিকে হত্যার হুমকি

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলামকে বিদেশি একটি নম্বর থেকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ কার্যক্রমে জড়িত যুবলীগ নেতা মিঠুন ঢালীর বিরুদ্ধে।

থানা সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তেজগাঁও কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা মিঠুন ঢালী জাজিরা থানার আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে একটি গোপন বৈঠক করেন। পরদিন বৃক্ষরোপণ কর্মসূচি ও মিছিলের মাধ্যমে এলাকায় গোপনে মহড়া দেন।

এরপর পুলিশের অভিযানে জাজিরার কুণ্ডেরচর ইউনিয়নের ফিরোজ খাঁর বাড়িতে তাদের অবস্থানের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় মাইকিং করে আওয়ামী নেতাকর্মীরা পুলিশের ওপর হামলার চেষ্টা করে কৌশলে পালিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পুলিশ বাদী হয়ে ২ সেপ্টেম্বর জাজিরা থানায় একটি সন্ত্রাসবিরোধী মামলা দায়ের করে। মামলায় ৬৫ জনের নাম উল্লেখসহ আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়।

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওই মামলার ২ নম্বর আসামি মিঠুন ঢালী শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে একটি বিদেশি নম্বর থেকে ফোন করে ওসি মাইনুল ইসলাম ও সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসকে হত্যার হুমকি দেন বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে আওয়ামী কর্মীদের উসকানি দেওয়ারও অভিযোগ রয়েছে।

বিষয়টি নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওসি মাইনুল ইসলাম।

এ বিষয়ে তিনি বলেন, মিঠুন ঢালী নিষিদ্ধ হওয়া আওয়ামী কর্মীদের নিয়ে জাজিরায় গোপন বৈঠক করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। ফোনে হুমকির ঘটনায় একটি জিডি করা হয়েছে। এসব আওয়ামী সন্ত্রাসীদের শিগগিরই আইনের আওতায় আনা হবে।

সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে জামায়াত প্রার্থীর বাসায় তালা সমর্থকদের

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রশিবিরের বিক্ষোভ

তারেক রহমানের জনসভা প্রস্তুতি নিয়ে বিএনপির মতবিনিময়

মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির দায়িত্বে জাহিদ-হৃদয়

খাল দখল করে বিএনপি নেতার ট্যাক্সি স্ট্যান্ডের উদ্যোগ

জবাবদিহির অভাবে দেশে সংকট কমেনি: শরীয়তপুরে রিজভী

র‍্যাবের ডিএডি মোতালেবের কুমিল্লার বাড়িতে মাতম

রায়পুরায় স মিলের ভেতর থেকে পলাতক শীর্ষ সন্ত্রাসীর লাশ উদ্ধার

রঙিন কপি চাষে সফলতা