হোম > সারা দেশ > ঢাকা

স্বামীর শোক না কাটতেই সন্তানের শোক জুলেখার

বাবার কবরের পাশে শায়িত ছামীম

এম হারুন অর রশীদ, ভেদরগঞ্জ (শরীয়তপুর)

জুলেখা বেগমের স্বামীর মৃত্যুর সাতমাসের মাথায় মারা গেছেন ছোটো ছেলে আব্দুল্লা আল ছামীম। স্বামীর শোক কাটতে না কাটতেই সন্তানের শোকে তিনি এখন পাগলপ্রায়। তার ছেলে ছামীম নিহত হন রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায়।

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ডিএমখালি ইউনিয়নের মাঝি কান্দি গ্রামের আকাশ-বাতাসে বইছে ছামীমকে হারানোর শোক। মঙ্গলবার সকাল ৯টায় জানাজা শেসে মাঝিকান্দি গ্রামে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়। ডিএম খালির চরভয়রা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।

জুলেখা বেগম বলেন, আমার মানিককে ডাক্টার বানানোর স্বপ্ন নিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করেছিলাম। আমার সে স্বপ্ন বিমান বিধ্বস্তের আগুনে পুড়ে ছাই হয়ে গেলো। আমার মানিন কি যে কষ্ট নিয়ে চলে গেলেন! হে আল্লাহ আমি আর বলতে পারছি না। ছোটবেলা থেকে ভীষণ মেধাবী ছিল আমার ছেলে। ওর স্বপ্ন ছিল বড় হয়ে চিকিৎসক হবে।

নিহতের চাচা ডিএমখালি শহীদ সিরাজ সিকদার কলেজের শিক্ষক মো. মোতালেব হোসেন মাঝি জানান, ছামীম ছিলো ৩ ভাইবোনের মধ্যে ছোট। তার বাবা কামাল উদ্দিন মাঝি সৌদি আরব প্রবাসী ছিলেন। ৭ মাস হলো তিনি মারা গেছেন। ২ ভাই, ১ বোন নিয়ে তার মা রাজধানির উত্তরায় বসবাস করতেন। বড় ছেলে এলএলবি অধ্যায়নরত আর বোন তার পড়ালেখা শেষ করেছে।

নিহতের মামা সাংবাদিক সাইফুল ইসলাম বলেন, ছোট ভাগিনাকে পরিবারের সবাই অনেক ভালো বাসতাম। মহান আল্লাহ আমাদের পরিবারের হাসি ও আনন্দের উপহার হিসেবে এ ভাগিনাকে পাঠিয়ে ছিলেন। তিনিই আবার আমাদের সবাইকে শোক সাগরে ভাসিয়ে ওকে নিয়ে গেলেন। এ শোক ওর মা কিভাবে সইবে জানিনা। আল্লাহ ছামীমকে যেন জান্নতবাসী করেন।

বুকের মানিক হারিয়ে নিহতের মা জুলেখা বেগম পাগল প্রায়। তার করুন আত্মনাথে এলাকার বাতাস ভারি হয়ে উঠেছে।

এ ব্যাপারে ভেদরগঞ্জের (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী মোহাম্মদ মোজাহেরুল হক বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। শোকসন্তপ্ত পরিবারের পাশে আমরা সব সময় থাকবো।

টঙ্গীতে বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

নাগবাড়ীতে গণপিটুনিতে যুবক নিহত

গাজীপুরে মাদক ব্যবসায়ীদের হামলায় চার পুলিশ সদস্য আহত, গ্রেপ্তার ১০

ধানের শীষ কেড়ে নিতে বিএনপির বিদ্রোহী এখন জামাল চৌধুরী

গোয়ালন্দ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জিয়াউর রহমানের পর এবার খালেদা জিয়ার জানাজায় মাদারীপুরের ১১০ বছরের বৃদ্ধ

জামাই মেলা এখন মাছের মেলা, কোটি টাকার বেচাকেনা

ছিনতাইকারীকে চিনে ফেলায় ওষুধ ব্যবসায়ীর শরীরে আগুন, লড়ছেন মৃত্যুর সঙ্গে

জাসাস নেতাকে হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

গোয়ালন্দ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি দাবি