মাদারীপুর সদর উপজেলার দক্ষিণপাড়ায় মাদক কেনাবেচার দ্বন্দ্বে প্রতিপক্ষের বিরুদ্ধে গলা কেটে এক মাদক ব্যবসায়ীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে। ঘটনায় অভিযুক্ত সজীবকে ঘটনার সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করা হয়েছে।নিহত জাহিদ শেখ (৪০) সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার জাবেদ শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জাহিদ শেখের সাথে পাশ্ববর্তী রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের মাচ্চর এলাকার মোস্তফা শেখের ছলে সজীব হোসেনের সাথে মাদক ব্যাবসাসহ নানা বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। বুধবার বেলা ৩টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে জাহিদ শেখের বাড়িতে এসে সজীব ঝগড়া শুরু করে। ঝগড়া-বিবাদের এক পর্যায়ে সজীব হাতে থাকা ধারালো ছুরি দিয়ে জাহিদ শেখের গলায় এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এসময় নিহত জাহিদের স্ত্রী ঘাতক সজীবকে আটকে রেখে ডাক-চিৎকার করলে স্থানীয়রা এসে সজীবকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এবিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, নিহত জাহিদ শেখের সাথে অভিযুক্ত সজীবের দীর্ঘদিন ধরেই মাদকসহ নানা বিষয় নিয়ে বিরোধ ছিল বলে আমরা প্রাথমিক ভাবে জানতে পেরেছি। এই বিরোধের জেরেই এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুরো বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। এই ঘটনায় অভিযুক্ত সজীবকে গ্রেপ্তার করা হয়েছে।