হোম > সারা দেশ > ঢাকা

রাজৈরে চার কোটি টাকা হাতিয়ে নেয়া প্রতারক দম্পতি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর)

বিদেশে পাঠানোর নামে দীর্ঘদিন ধরে রাজৈরের বহু মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার পর এলাকা ছেড়ে গা–ঢাকা দেয়া দালাল দম্পতি জহিরুল ইসলাম সিলন খান ও তার স্ত্রী নুর নাহার কনাকে র‍্যাব যশোর থেকে গ্রেপ্তার করেছে। শনিবার রাত দশটার দিকে র‍্যাব-৬-এর সহযোগিতায় যশোর থেকে তাদের রাজৈর থানায় আনা হয়।

রাজৈর থানা সূত্র জানায়, প্রতারণা ও মানবপাচার–সংক্রান্ত পৃথক মামলায় এই দম্পতি দীর্ঘদিন পলাতক ছিল। জহিরুল ইসলাম সিলন (৪০) সিআর মামলার ৪২৫/২৩–এর পলাতক আসামি। তার স্ত্রী নুর নাহার কনা (৩৪) সিআর ৯০/২৪ মামলার অভিযুক্ত। তারা দুজনেই রাজৈর উপজেলার ইশিবপুর এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, এই দম্পতি বিদেশে পাঠানোর কথা বলেই রাজৈর, আশপাশের এলাকা, এমনকি অন্যান্য উপজেলার বহু মানুষের কাছ থেকে বড় অঙ্কের টাকা নেয়। এরপর একে একে অভিযোগ বাড়তে থাকলে তারা হঠাৎ এলাকা ছেড়ে পালিয়ে যায়। দীর্ঘদিন গাঢাকা দিয়ে থাকে তারা।

ভুক্তভোগী অ্যাডভোকেট ইমন হোসেন বলেন, অস্ট্রেলিয়ায় পাঠানোর কথা বলে তারা আমার কাছ থেকে ২২ লাখ টাকা নেয়। পরে ২১ লাখ টাকার একটি চেক দেয়, কিন্তু তা ফেরত পাইনি। মামলা করার পর র‍্যাব-৬ যশোর ও রাজৈর থানার ওসির সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

রাজৈর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদ খান বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যানুসারে, দম্পতি বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে চার কোটি ছত্রিশ লাখ টাকারও বেশি হাতিয়ে নিয়েছে।

টঙ্গীতে বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

নাগবাড়ীতে গণপিটুনিতে যুবক নিহত

গাজীপুরে মাদক ব্যবসায়ীদের হামলায় চার পুলিশ সদস্য আহত, গ্রেপ্তার ১০

ধানের শীষ কেড়ে নিতে বিএনপির বিদ্রোহী এখন জামাল চৌধুরী

গোয়ালন্দ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জিয়াউর রহমানের পর এবার খালেদা জিয়ার জানাজায় মাদারীপুরের ১১০ বছরের বৃদ্ধ

জামাই মেলা এখন মাছের মেলা, কোটি টাকার বেচাকেনা

ছিনতাইকারীকে চিনে ফেলায় ওষুধ ব্যবসায়ীর শরীরে আগুন, লড়ছেন মৃত্যুর সঙ্গে

জাসাস নেতাকে হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

গোয়ালন্দ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি দাবি