ইতালিতে খুন হওয়া রাজৈরের পাখুল্লা গ্রামের যুবক সাগর বালার লাশ বাড়িতে পৌঁছাতেই পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে লাশবাহী গাড়িটি তার বাড়ির সামনে থামার সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়েন পরিবার ও স্বজনরা।
এ সময় গ্রামের মানুষ ছুটে এসে সাগরকে শেষবার দেখার জন্য ভিড় করেন।
পরিবার জানায়, প্রায় আড়াই বছর আগে সাগর বালা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যান। সেখানে দু’বছর ধরে একটি রেস্টুরেন্টে কাজ করছিলেন। গত সেপ্টেম্বরে হঠাৎ নিখোঁজ হওয়ার পর পরিবার দুশ্চিন্তায় দিন কাটাতে থাকে।
নিখোঁজের কয়েকদিন পর, বাংলাদেশ সময় ২৩ সেপ্টেম্বর দুপুরে ইতালির পুলিশ পেরুজিয়া শহরের স্পোলেটো এলাকা থেকে তার খণ্ডিত লাশ উদ্ধার করে। কালো ব্যাগের ভেতর লুকানো অবস্থায় পাওয়া লাশ শনাক্ত হওয়ার পর থেকেই পরিবারের ওপর নেমে আসে শোকের ছায়া।
সাগর বালা ছিলেন পাখুল্লা গ্রামের কৃষক কুমোদ বালার একমাত্র ছেলে। পরিবারের একমাত্র ভরসা এই যুবকের লাশ আসার পর গ্রামে নেমেছে শোকের মাতম। পারিবারিকভাবে সৎকারের প্রস্তুতি চলছে।
স্থানীয়রা বলছেন, সাগরের মৃত্যু শুধু এক পরিবারের নয়, পুরো গ্রামের জন্য হৃদয়বিদারক এক ঘটনা।