হোম > সারা দেশ > ঢাকা

ইতালি থেকে ফিরল সাগরের লাশ, রাজৈরে শোকের মাতম

উপজেলা প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর)

ইতালি থেকে ফিরল সাগরের লাশ, রাজৈরে শোকের মাতম

ইতালিতে খুন হওয়া রাজৈরের পাখুল্লা গ্রামের যুবক সাগর বালার লাশ বাড়িতে পৌঁছাতেই পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে লাশবাহী গাড়িটি তার বাড়ির সামনে থামার সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়েন পরিবার ও স্বজনরা।

এ সময় গ্রামের মানুষ ছুটে এসে সাগরকে শেষবার দেখার জন্য ভিড় করেন।

পরিবার জানায়, প্রায় আড়াই বছর আগে সাগর বালা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যান। সেখানে দু’বছর ধরে একটি রেস্টুরেন্টে কাজ করছিলেন। গত সেপ্টেম্বরে হঠাৎ নিখোঁজ হওয়ার পর পরিবার দুশ্চিন্তায় দিন কাটাতে থাকে।

নিখোঁজের কয়েকদিন পর, বাংলাদেশ সময় ২৩ সেপ্টেম্বর দুপুরে ইতালির পুলিশ পেরুজিয়া শহরের স্পোলেটো এলাকা থেকে তার খণ্ডিত লাশ উদ্ধার করে। কালো ব্যাগের ভেতর লুকানো অবস্থায় পাওয়া লাশ শনাক্ত হওয়ার পর থেকেই পরিবারের ওপর নেমে আসে শোকের ছায়া।

সাগর বালা ছিলেন পাখুল্লা গ্রামের কৃষক কুমোদ বালার একমাত্র ছেলে। পরিবারের একমাত্র ভরসা এই যুবকের লাশ আসার পর গ্রামে নেমেছে শোকের মাতম। পারিবারিকভাবে সৎকারের প্রস্তুতি চলছে।

স্থানীয়রা বলছেন, সাগরের মৃত্যু শুধু এক পরিবারের নয়, পুরো গ্রামের জন্য হৃদয়বিদারক এক ঘটনা।

যুবলীগ নেতা দেলুর বাড়ি-ঘর ও জমি ক্রোকের নির্দেশ

টঙ্গী জোড় ইজতেমায় আগত দুই মুসল্লির মৃত্যু

খালেদা জিয়াকে স্লো পয়জন দিয়ে মারার চেষ্টা করেছেন হাসিনা: টুকু

টঙ্গীতে আমবয়ানের মধ্য দিয়ে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু

বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা শাফি উদ্দিনের ইন্তেকাল

বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে মানববন্ধন

গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবি বঞ্চিত ৫ নেতার

আওয়ামী লীগের শতাধিক নেতা কর্মীর বিএনপিতে যোগদান

জমি নিয়ে বিরোধে খুন: জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় পরিবার

ক্লাস নিয়েই সবাইকে চমকে দিলেন নবাগত জেলা প্রশাসক