মুন্সীগঞ্জে বিশেষ অভিযানে পাঁচগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মানিক মিয়াকে আটক করেছে টংগিবাড়ী থানা পুলিশ।
পুলিশ সূত্র জানায়, শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় বালিগাঁও বাজারে তার নিজস্ব ফার্মেসি থেকে তাকে আটক করা হয়। আটক মানিক মিয়া (২৮) পাঁচগাঁও গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত বাবুল বেপারী।
কী অভিযোগে তাকে আটক করা হয়েছে—সে বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। তবে পুলিশ জানিয়েছে, আটকের পর জিজ্ঞাসাবাদ চলছে এবং আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।