হোম > সারা দেশ > ঢাকা

কুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন, তিনজনকে কারাদণ্ড

জেলা প্রতিনিধি, মাদারীপুর

কারাদণ্ডপ্রাপ্ত তিনজন

মাদারীপুরে কুমার নদ থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে তিনজনকে কারাদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে এ কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল হক। বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন বরগুনার নাচনাবাদ গ্রামের আবুল কালাম ফকিরের ছেলে মো. বসার ফকির (২১), পিরোজপুরের নাজিরপুর উপজেলার চিলডুমুরিয়া গ্রামের আল শাহালম মাঝির ছেলে মো. শফিউল্লাহ সুমন (২৫), একই উপজেলার দেলবাড়ি গ্রামের সাদেক শেখের ছেলে মো. মোস্তাকিম (২১)।

পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার রাতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান চালায় রাজৈর থানার পুলিশ। এ সময় রাজৈর উপজেলার টেকেরহাট তাতিকান্দা গ্রামের কুমার নদ থেকে বালু উত্তোলনের সময় তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুল হক। এ সময় তাদের ৭ দিন করে কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয়া হয়।

এ বিষয়ে মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুল হক জানান, খবর পেয়ে পুলিশ একটি অভিযান চালিয়ে তিনজনকে হাতেনাতে আটক করে। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি প্রত্যেককে ৭ দিন করে কারাদণ্ড দিয়েছেন। এ জন্য তাকে সাধুবাদ জানাই। কারণ সাজা দেয়ার ফলে তারা আর বালু কাটতে আসবে না।

তিনি আরও জানান, নদী থেকে অবৈধভাবে বালু কাটবে আর সাধারণ মানুষ কষ্টে থাকবে, তা হতে দেবো না। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

গোপালগঞ্জে এবার আনসার ব্যাটালিয়ান অ‌ফিস কম্পাউ‌ন্ডে কক‌টেল বি‌স্ফোরণ

অষ্টগ্রামে রাস্তা ছাড়াই ‘ভূতুড়ে’ সেতুতে চরম জনভোগান্তি

নরসিংদীতে যুবককে কুপিয়ে হত্যা

বিএনপি বিদ্রোহী প্রার্থীর পক্ষে আ. লীগ নেতাদের প্রকাশ্য তৎপরতা

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

পটিয়ায় বাসের ধাক্কায় নৌবাহিনীর কর্মকর্তা নিহত

ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি যোগ দিলেন জামায়াতে

মেম্বারের ছেলের হাঁস চুরির বিচার করায় তিনজনকে কুপিয়ে জখম

সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁওয়ে বিএনপির ২০ নেতা বহিষ্কার

এবার টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুরের কবরে গোবিন্দ প্রামানিক