রাজবাড়ী-১ আসনের মনোনয়ন বাতিল করে পুনরায় মনোনয়নের দাবিতে গোয়ালন্দ মোড়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় বিএনপির একাংশ।
রবিবার (১৬ নভেম্বর) বিকেল ৫টা থেকে প্ল্যাকার্ড হাতে আসলাম মিয়ার মনোনয়ন নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেয় তারা।
বিক্ষোভে কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আসলাম মিয়ার সমর্থকরা উপস্থিত ছিল।
এ সময় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা বিএনপির আয়োজিত র্যালির শুরুতে নেতাকর্মীরা রাজবাড়ী-১ আসনের মনোনয়নপ্রাপ্ত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের মনোনয়ন বাতিলের দাবি জানান।