হোম > সারা দেশ > ঢাকা

ফরিদপুরে ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, ভাই-বোন ও দুলাভাই নিহত

স্টাফ রিপোর্টার, যশোর

ছবি: আমার দেশ।

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে, তারা সবাই যশোরের মণিরামপুরের বাসিন্দা ও একই পরিবারের সদস্য। যশোর থেকে অ্যাম্বুলেন্সযোগে রোগী নিয়ে ঢাকা যাওয়ার পথে দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। এমন ঘটনায় পরিবারে চলছে শোকের মাতম।

নিহতরা সস্পর্কে ভাই, বোন ও ভগ্নিপতি। তাদের বাড়ি মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে অবস্থিত ঝাঁপা ইউনিয়ন পরিষদের পেছনে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে ভাঙ্গা-খুলনা মহাসড়কের মুনসরাবাদ এলাকায় ট্রাক ও রোগী বহনকারী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তাদের তিনজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, রাজগঞ্জ বাজার এলাকার রহমতউল্লাহর ছেলে সাকিবুর রহমান নিশান (২৩), মেয়ে নীলা খাতুন (২৫) ও মেয়েজামাই মিজানুর রহমান (৩৫)।

নিহত মিজানুর রহমান একটি বেসরকারি ঋণদান সংস্থার শাখা ব্যবস্থাপক ছিলেন। তার বাড়ি কেশবপুর উপজেলার ভাল্লুকঘর এলাকায়। আর নিশান রাজগঞ্জ বাজারে অবস্থিত একটি কিন্ডারগার্টেন স্কুলের সহকারী শিক্ষক ও তার বোন নীলা গৃহিণী ছিলেন।

নিহত নীলা-মিজানুর রহমান দম্পতির ৬ ও ৪ বছর বয়সী দুটি সন্তান রয়েছে। আর নিশানের ঘরে রয়েছে কয়েকমাস আগে বিয়ে করা স্ত্রী।

এই ঘটনায় নিহতদের বাড়িতে মাতম চলছে। শোক নেমে এসেছে পুরো রাজগঞ্জ এলাকায়ও।

নিহতদের প্রতিবেশী হেলাল উদ্দিন বলেন, মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় মিজানুর রহমান একমাস ধরে অসুস্থ হয়ে যশোরের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শনিবার সকালে একটি অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছিলেন স্ত্রী নীলা ও শ্যালক নিশান। তারা ফরিদপুরের ভাঙ্গায় পৌঁছলে একটি ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়ে। এতে ঘটনাস্থলে মিজানুর রহমান, নিশান ও তার বোন নীলা নিহত হন।

হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে সকালে নিশানের স্বজনরা লাশ আনতে ভাঙ্গার উদ্দেশে রওয়ানা হয়েছেন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, স্বজনরা পৌঁছানোর পর যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে লাশ তাদের বুঝিয়ে দেওয়া হবে।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান বলেন, নিহতদের পরিবার কোনো আইনি সহায়তা চাইলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

কিশোরগঞ্জে মশাল মিছিলে বিএনপি নেতার মৃত্যু

অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের ২ লক্ষ টাকা জরিমানা

ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযানে আ.লীগ নেতা গ্রেপ্তার

নরসিংদীতে তিন ভাইয়ের বাড়িতে ডাকাতি

জেমসের কনসার্ট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার

সরকারি জমি দখল করে স্বেচ্ছাসেবক দলের কার্যালয়

নির্বাচন বানচাল করার চেষ্টা করলে প্রতিহত করা হবে: আদিলুর রহমান খান

ভাঙ্গায় ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

কুয়াশার বাধা কাটিয়ে ফের সচল শরীয়তপুর–চাঁদপুর নৌপথ

দিক হারিয়ে পদ্মার চরে লঞ্চ, তিন ঘণ্টা পর শতাধিক যাত্রী উদ্ধার