রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের বিল নয়াবাদ গ্রামের একটি জলাশয় থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। সোমবার (২৬ মে) স্থানীয় চান্দু সেখের পাট জাগ দেওয়া কচুরিপানা ভর্তি জলাশয়ে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মাদ মাহমুদুর রহমান বলেন, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪০/৪৫ বছর। মরদেহের অবস্থা থেকে বোঝা যায় ৪/৫ দিন আগে সে মারা গেছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।
এমএস