হোম > সারা দেশ > ঢাকা

রূপগঞ্জে জিয়াউল আহসানের ভবনের ফ্ল্যাট সিলগালা

দুদকের অভিযান

উপজেলা প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের(এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ও তার স্ত্রী নুসরাত জাহানের নামের থাকা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার একটি ফ্ল্যাট সিলগালা করেছে প্রশাসন। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা আরডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার পারভেজ এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, রূপগঞ্জ উপজেলার জলসিঁড়ি প্রজেক্টের ১২ নম্বর সেক্টরের ৫০৬ নম্বর রোডের ১৪ নম্বর প্লটের জয়িতা নামের আটতলা ভবনটির মালিক জিয়াউল আহসান। তবে অন্যান্য ফ্ল্যাটে ভাড়াটিয়া উপস্থিত থাকায় সেগুলো সিলগালা করা যায়নি।

অভিযানের সময় পূর্বাচল রাজস্ব সার্কেলের কানুনগো দেলোয়ার হোসেন, সার্ভেয়ার আবুল হোসেন, নামজারি সহকারী কাম ক্যাশিয়ার ইমরান হোসেন রুপগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার আবুল কালাম উপস্থিত ছিলেন।

জানা যায়, এনটিএমসির মহাপরিচালক থাকাকালে ক্ষমতার অপব্যবহার ও আয়বহির্ভূত সম্পদ অর্জন করা এবং তার স্ত্রী নুসরাত জাহানের নামে ১২০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন করার অভিযোগে গত বছরের ২৩ জানুয়ারি দুদকের উপ-পরিচালক সালাউদ্দিন বাদী হয়ে জিয়াউল আহসান ও তার স্ত্রীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, সেনাবাহিনী থেকে বরখাস্ত হওয়া এই কর্মকর্তা নিজ নামে প্রায় ২২ কোটি ২৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এছাড়া অনুমোদিত সীমা লঙ্ঘন করে নিজের ব্যাংক হিসাবে ৫৫ হাজার মার্কিন ডলার জমা করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া নিজ নামে থাকা আটটি সক্রিয় ব্যাংক হিসাবে প্রায় ১২০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন করেন জিয়া। তিনি তার পদ ও ক্ষমতার অপব্যবহার করে স্ত্রীর যোগসাজশে বিপুল পরিমাণ অর্থ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে স্থানান্তর ও হস্তান্তর করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, উচ্চপদস্থ সেনা কর্মকর্তা হওয়া সত্ত্বেও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জিয়াউল আহসান দুর্নীতি দমন কমিশন আইন, দণ্ডবিধি, মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনে অপরাধ করেছেন।

ক্ষমতার ভারসাম্যের জন্য গণভোটে ‘হ্যাঁ’ -তে সিল দিন: পরিবেশ উপদেষ্টা

এনসিপির সারোয়ার তুষারের আসনে মনোনয়ন প্রত্যাহার করেনি জামায়াত

গোয়ালন্দে পুলিশের অভিযানে ১২ আসামি গ্রেপ্তার

সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে জামায়াত প্রার্থীর বাসায় তালা সমর্থকদের

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রশিবিরের বিক্ষোভ

তারেক রহমানের জনসভা প্রস্তুতি নিয়ে বিএনপির মতবিনিময়

মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির দায়িত্বে জাহিদ-হৃদয়

খাল দখল করে বিএনপি নেতার ট্যাক্সি স্ট্যান্ডের উদ্যোগ

জবাবদিহির অভাবে দেশে সংকট কমেনি: শরীয়তপুরে রিজভী