হোম > সারা দেশ > ঢাকা

চাপ থাকলেও নেই ভোগান্তি

স্বস্তির ঈদযাত্রা

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

ঈদুল ফিতর ঘিরে ঘরমুখো মানুষের ঢল নেমেছে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া আর আরিচা-কাজিরহাট নৌপথে। তবে যাত্রীদের উপচেপড়া ভিড় থাকলেও নেই কোনো ভোগান্তি। ফলে স্বস্তিতেই বাড়ি ফিরছেন মানুষ।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৭টি ও আরিচা-কাজিরহাটে ছয়টি ফেরি চলাচল করছে। যাত্রীদের সুবিধার্থে ২৫টি লঞ্চও চালু রাখা হয়েছে এসব পথে। প্রশাসনের কঠোর নজরদারিতে নির্বিঘ্নে চলছে লঞ্চ-ফেরি।

ঘাটে গিয়ে দেখা যায়, যাত্রীদের ভিড় থাকলেও পুরো এলাকা রয়েছে শৃঙ্খলাপূর্ণ। যানবাহনের দীর্ঘ সারি নেই। সময়মতো ছেড়ে যাচ্ছে ফেরি। যাত্রীরা আগের মতো ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা না করেই সহজে পারাপার হতে পারছেন।

যাত্রী মোহাম্মদ হাসান বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার ঈদযাত্রা অনেক স্বস্তিদায়ক। ঘাটে কোনো বিশৃঙ্খলা নেই। এতে আমাদের যাত্রা অনেক সহজ করেছে।

যাত্রীরা বলছেন, প্রশাসন প্রতি ঈদেই এমন উদ্যোগ নিলে যাত্রীদের ভোগান্তির দিন শেষ হয়ে যাবে। এবারের ঈদযাত্রার অভিজ্ঞতা নিশ্চয়ই ভবিষ্যতের জন্য ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

যাত্রীদের নির্বিঘ্ন পারাপার নিশ্চিতে সর্বোচ্চ তৎপর রয়েছে প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতির কারণে ঘাটে কোনো চাঁদাবাজি নেই।

ফেরিঘাটে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, ঘাটে যানবাহন ব্যবস্থাপনা পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। যাত্রীরা যেন দুর্ভোগ পোহাতে না হয়, সেজন্য আমরা কাজ করছি।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম নাসির চৌধুরী বলেন, এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে আগেভাগেই সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ফেরির সংখ্যা বৃদ্ধি, লঞ্চ চলাচল নিশ্চিত করা ও সার্বক্ষণিক মনিটরিংয়ের কারণে সহজেই নদী পার হচ্ছে যানবাহন।

এনসিপির সারোয়ার তুষারের আসনে মনোনয়ন প্রত্যাহার করেনি জামায়াত

গোয়ালন্দে পুলিশের অভিযানে ১২ আসামি গ্রেপ্তার

সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে জামায়াত প্রার্থীর বাসায় তালা সমর্থকদের

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রশিবিরের বিক্ষোভ

তারেক রহমানের জনসভা প্রস্তুতি নিয়ে বিএনপির মতবিনিময়

মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির দায়িত্বে জাহিদ-হৃদয়

খাল দখল করে বিএনপি নেতার ট্যাক্সি স্ট্যান্ডের উদ্যোগ

জবাবদিহির অভাবে দেশে সংকট কমেনি: শরীয়তপুরে রিজভী

র‍্যাবের ডিএডি মোতালেবের কুমিল্লার বাড়িতে মাতম