হোম > সারা দেশ > ঢাকা

সাত মাসে ৬ খুন: সাভারে ভবঘুরে সিরিয়াল কিলার গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, সাভার

সাভারে সাত মাসে ছয় খুনের ঘটনায় ভবঘুরে সিরিয়াল কিলার সম্রাটকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতরে রাতে থাকতেন। সোমবার দুপুরে ১০ দিনের রিমান্ড চেয়ে সাভার মডেল থানা থেকে তাকে আদালতে পাঠায় পুলিশ।

এর আগে রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে তাকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানোর বিষয়টি জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম।

তিনি বলেন, সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচজন, সাভার বাজার বাসস্ট্যান্ডে একজনসহ মোট ছয়জনকে হত্যা করেন তিনি। ছয়জনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও বাকি পাঁচজনের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। আদালত রিমান্ড মনজুর করলে তাকে জিজ্ঞাসাবাদে জানা যাবে কী কারণে তিনি ছয়টি হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

এর আগে গতকাল রাতে সাভার মডেল থানার সামন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ছয়জনকে হত্যার ঘটনায় এ সময় তার কাছ থেকে দেশলাই, মাফলার ও মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করছে পুলিশ।

সিসিটিভির ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি আরমান আলী।

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় পাঁচ নারী শ্রমিক নিহত

বাংলাদেশের জনগণ জুলাই কাফেলায় : উপদেষ্টা আদিলুর রহমান খান

এবারের নির্বাচন একটা নতুন পথের সন্ধান দিবে: ফাওজুল করিম

কুলিয়ারচরে সাংবাদিক ফারুকের দাফন সম্পন্ন

সিংগাইরে গণপিটুনিতে দুই গরুচোর নিহত

বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭ জনের প‌রিচয় মিলেছে

বোয়ালমারীতে ১৫ লাখ টাকার ভেজাল খাদ্য জব্দ

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে মহিলা দলের বহিষ্কৃত নেত্রী পলি

ফতুল্লা থেকে দুর্ধর্ষ ডাকাত সাব্বির অস্ত্রসহ গ্রেপ্তার